ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাক্তার হওয়ায় লাঞ্ছিত হলেন তারা

প্রকাশিত: ০২:০৪, ৯ এপ্রিল ২০২০

ডাক্তার হওয়ায় লাঞ্ছিত হলেন তারা

অনলাইন ডেস্ক ॥ করোনা ভাইরাস মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ডাক্তাররা। বিভিন্ন দেশে করোনা ঝুঁকির মধ্যে চিকিৎসা দিয়ে প্রশংসিতও হচ্ছেন ডাক্তাররা। তবে ভারতের দিল্লিতে ডাক্তার হওয়ায় বিপাকে পড়েছেন দুই নারী চিকিৎসক। প্রকাশ্যেই লাঞ্ছিত হতে হয়েছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় দিল্লির সাফদারজুং হাসপাতালে কর্মরত দুই নারী চিকিৎসক গৌতম নগর এলাকায় বাজার করার জন্য যান। সেখানে দাঁড়িয়ে থাকা এক লোক ওই দুই ডাক্তারকে দেখে বলেন যে তাদের থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এরপর স্থানীয়রা এসে তাদেরকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনায় ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় পুলিশ। এছাড়া আহত ওই দুই নারী চিকিৎসককে সাফদারজুং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৭৮ জন। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৬ জন।
×