ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শীত-গরম দুই পরিস্থিতেই বেঁচে থাকে করোনা : ডব্লিউএইচও

প্রকাশিত: ০১:৫৩, ৯ এপ্রিল ২০২০

শীত-গরম দুই পরিস্থিতেই বেঁচে থাকে করোনা : ডব্লিউএইচও

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাস সম্পর্কে কিছু গুজব এবং মিথ্যের জবাব দিয়েছে ফিলিপাইনসের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) হু। নতুন করোনাভাইরাসটি গরম এবং আর্দ্র আবহাওয়ায় বেঁচে থাকতে পারে কিনা জানতে চাইলে হু জানায়, ‘ঠান্ডা ও শীতের মত গরম এবং আর্দ্র জলবায়ুতেও বেঁচে থাকে করোনা এবং গরম দেশেও ছড়িয়ে যেতে পারে।’ হু একটি টুইটারে পোস্টে জানিয়েছে, আপনি যেখানেই থাকুন না কেন, জলবায়ু (ঠান্ডা বা আদ্র) যাই হোক না কেন সতর্কতা অবলম্বন করা জরুরি। হু জনগণকে জানিয়েছে, ‘আপনার হাত ঘন ঘন ধুয়ে কাশি এবং হাঁচি একটি টিস্যু বা বাঁকানো কনুই দিয়ে ঢেকে রাখতে হবে। টিস্যুটিকে যেখানে সেখানে না ফেলে একত্রিত করে বনের মধ্যে ফেলে দিন এবং আবার আপনার হাত ধুয়ে ফেলুন। এদিকে অনেকে জানিয়েছে যে, পানি এবং অ্যালকোহলযুক্ত পানীয় মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা করে। এ ব্যাপারে হু লিখেছে, বার বার পানি খাওয়ার ফলে শরীরে হাইড্রেড হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এতে করোনাভাইরাস সংক্রমণ রোধ হয় না। যদি কারো ঠান্ডা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট থাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং ভ্রমণ কোথায় করেছে সে ব্যাপারে জানাতে হবে। পারলে ফোন করে স্বাস্থ্য সহযোগীর সহায়তা নিতে হবে। হু আরো লেখেন, অ্যালকোহল পান করলে করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে না। অ্যালকোহল সর্বদা পরিমিতভাবে খাওয়া উচিত এবং যে সমস্ত লোক অ্যালকোহল পান করে না তারা করোনার সংক্রমণ প্রতিরোধের কারণে অতিরিক্ত মদ্যপান করা উচিত নয়। সূত্র: টিবিসি নিউজ
×