ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৭০ জনের প্রাণহানি

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৮৩ হাজার, আক্রান্ত সাড়ে ১৪ লাখ

প্রকাশিত: ১১:০৬, ৯ এপ্রিল ২০২০

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৮৩ হাজার, আক্রান্ত সাড়ে ১৪ লাখ

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫৬৪। এর মধ্যে ৮৩ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে তিন লাখ ৯ হাজার ৩১০ জন। এদিকে করোনায় বুধবার আরও নতুন করে যুক্তরাষ্ট্রে ১৯৭০, ফ্রান্সে ১৪১৭, স্পেনে ৭৫৭, জার্মানিতে ২৫৪, ইরানে ১২১, ভারতে ৩৫ ও সৌদি আরবে ৪ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি, বিবিসি, ফ্রান্স২৪, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরা, সিএনএন, ডেইলি মেইল, ইউরো নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াল, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রে আরও ১৯৭০ জনের মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গত একদিনে নতুন করে আরও ১৯৭০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৫০ এবং মারা গেছে ১২ হাজার ৮৫৭ জন। অপরদিকে, করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৭১১ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউইয়র্কে। ফ্রান্সে আরও ১৪১৭ জনের মৃত্যু ॥ ফ্রান্সে করোনায় নতুন করে আরও ১৪১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৩২৮ জন। অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৩৩৭ জন। তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ১৩১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। স্পেনে আরও ৭৫৭ জনের মৃত্যু ॥ স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও ৭৫৭ জনের। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার দেশটিতে দৈনিক মৃত্যুহার বৃদ্ধি সামান্য কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। এর আগের দিন সেখানে মৃত্যুর হার বেড়েছিল ৫ দশমিক ৭ শতাংশ। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, স্পেনে এ পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৯৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪ হাজার ৫৫৫ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ২১ জন। জার্মানিতে আরও ২৫৪ জনের মৃত্যু ॥ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। সংক্রামক রোগবিষয়ক সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ২২৮। এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনার থাবায় প্রাণ হারিয়েছে ২ হাজার ১৬ জন। ইরানে আরও ১২১ জনের মৃত্যু ॥ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১২১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩ জন। বুধবার ইরানী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৮৬ জন। দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে ২৯ হাজার ৮১২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, এখনও চিকিৎসাধীনদের মধ্যে ৩ হাজার ৯৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ভারতে আরও ৩৫ জনের মৃত্যু ॥ ভারতে দিনে দিনে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সরকারী হিসেবে এরই মধ্যে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ ভাইরাসের ফলে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ সব তথ্য জানায়। সৌদিতে আরও ৪ জনের মৃত্যু ॥ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৭৫২ জনে। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন, যার মধ্যে গত একদিনেই চারজন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫১ জন। ইসরাইলে আক্রান্ত বেড়ে ৯৪০৪ মৃত ৭১ ॥ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইসরাইলেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৪ জন। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটিতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই প্রাণ গেছে ছয়জনের।
×