ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএসইর মাসিক তথ্য আট মাস ধরে সন্নিবেশ হচ্ছে না

প্রকাশিত: ০৯:০৬, ৯ এপ্রিল ২০২০

ডিএসইর মাসিক তথ্য আট মাস ধরে সন্নিবেশ হচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আট মাস ধরে মাসিক তথ্য সন্নিবেশ হচ্ছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে রিভিউস এ্যান্ড গ্রাফিক্সসের প্রতিমাসের তথ্য প্রতি মাস শেষে ওয়েবসাইটে তথ্য সন্নিবেশ করা হয়। যা গত ৮ মাস ধরে বন্ধ রয়েছে। তবে করোনাভাইরাস আক্রান্তের কারণে মার্চ মাস শেষ হওয়ার আগেই অর্থাৎ ২৬ মার্চ থেকে ডিএসইর লেনদেন এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে মার্চ মাসের তথ্য সন্নিবেশ করতে পারেনি ডিএসই। সে হিসাবে মার্চ মাস বাদ দিলে আগের সাত মাসের তথ্য সন্নিবেশ করেনি ডিএসই। সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে ডিএসইতে মাসিক তথ্য সন্নিবেশ করা হয়েছিল। এর পর মার্চ মাস পর্যন্ত আট মাসের তথ্য সন্নিবেশ করেনি ডিএসই। ডিএসইর ওয়েবসাইটে ২০১৭ ও ২০১৮ সালের প্রতি মাসের তথ্য সন্নিবেশ করার চিত্র পাওয়া গেলেও আগের বছরগুলোর তথ্য সম্পর্কে কিছুই যানা যায়নি। সর্বশেষ আট মাসের তথ্য সন্নিবেশ না করায় ডিএসইর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেক বিনিয়োগকারী। তারা বলেন, ডিএসই সঠিক সময়ে তথ্যগুলো ওয়েবসাইটে সন্নিবেশ না করে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা চাই ডিএসই তার দায়িত্ব ও কর্তব্য সঠিক সময়ে পালন করুক। বাজার বিশ্লেষকরা বলেন, লেনদেন শেষে যেমন প্রতি কার্য দিবসের এবং প্রতি সপ্তাহের তথ্য ওয়েবসাইটে সন্নিবেশ করা হয়। একইভাবে প্রতি মাসের তথ্যগুলো সন্নিবেশ করলে বিনিয়োগকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বাজার সম্পর্কে তারা জেনে বিনিয়োগ করতে পারবে। তাছাড়া প্রতি মাসের তথ্যগুলো ওয়েবসাইটে সন্নিবেশ করা ডিএসইর দায়িত্ব ও কর্তব্য।
×