ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত: ০৮:৪২, ৯ এপ্রিল ২০২০

ব্রাজিলে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে করোনা মহামারী ছড়িয়ে পড়ায় আশঙ্কা করা হচ্ছে আগামী ছয় মাসে সেখানে ১ লাখ ১১ হাজার লোকের মৃত্যু হতে পারে। সোমবার কর্মকর্তারা এ আশঙ্কা প্রকাশ করে লোকদের ঘরে থাকার সময় সীমা আরও দুই সপ্তাহ বৃদ্ধি করেছেন। রাজ্য সরকার এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, করোনা মহামারী ব্রাজিলে ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হতে পারে। করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৭০ হাজার লোকের মৃত্যু হয়েছে। খবর এএফপির। লাতিন আমেরিকার মধ্যে প্রথম শিল্প নগরী সাও পাওলোতে করোনা ছড়িয়ে পড়ে। এখানে এ পর্যন্ত ৪,৬২০ জন করোনা আক্রান্ত এবং ২৭৫ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ রাস্তায় চলাচল এবং ভিড় এড়াতে জনগণকে সতর্ক করছে, তারা যদি এটা না মানেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গবর্নর জায়ো দোরিয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং লোকদের ঘরে থাকতে বলেছেন।
×