ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৪১, ৯ এপ্রিল ২০২০

বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ‘চীনকেন্দ্রিক’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটিকে দেয়া মার্কিন তহবিল বন্ধের হুমকি দেন তিনি। সে সময় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্যও বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কে দায়ী করেন ট্রাম্প। -খবর গার্ডিয়ান অনলাইনের। ট্রাম্প বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থাকে বিপুল পরিমাণ তহবিল দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তারা একের পর এক ভুল করেছে। তাদের তহবিল বন্ধের বিষয়ে আমরা ভাবনা চিন্তা করব।’ তিনি বলেন, ‘তারা (ডব্লিউএইচও) বলছে, এটা ভুল, ওটা ভুল। আরও কয়েক মাস আগেই তাদের এগুলো বলা উচিত ছিল। তবে তারা সেটা করেনি। তারা বিষয়টি জানত এবং এটা তাদের জানা উচিত ছিল। আমরা বিষয়টি দেখব। তাদের অর্থ ছাড় করার বিষয়টি আমরা আটকে দিতে যাচ্ছি।
×