ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরাশগঞ্জে মিঠুন

প্রকাশিত: ০৮:২০, ৮ এপ্রিল ২০২০

ফরাশগঞ্জে মিঠুন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জুনে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা। এরই মধ্যে দলগঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছে কিছু ক্লাব। অন্যবারের মতো এবারও চ্যাম্পিয়নশিপ লিগে ভিন্ন ভিন্ন ক্লাবে দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক ফুটবলারদের। এবার এই তালিকায় যোগ হতে যাচ্ছেন মোহামেডানের মিঠুন চৌধুরী, ঢাকা আবাহনীতে খেলা সৈকত ভৌমিক ও আরামবাগে খেলা রাজন মিয়াকে। এবার এই তিন ফুটবলারকে দলে ভিড়িয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দলটি আবার ফিরতে চায় প্রিমিয়ার লিগে। ৯০ লাখ টাকার বাজেটের পুরানো ঢাকার ক্লাবটিতে এবার মিঠুন চৌধুরীই হচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিকধারী ফুটবলার। ক্লাব কর্মকর্তা মানস বোস বাবুরাম জানালেন, এই তিন ফুটবলার ছাড়াও অনুর্ধ-১৯ জাতীয় দলের কয়েকজন ফুটবলারকে নেয়া হয়েছে। কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মহিদুর রহমান মিরাজকে। এর আগে বাংলাদেশ দলে খেলা মনোয়ার হোসেন, রোকনুজ্জামান কাঞ্চন, সৈয়দ রাসেল তূর্য্য খেলেছিলেন চ্যাম্পিয়নশিপ লিগে।
×