ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শখের গহনা থেকেও সংক্রমিত হতে পারে করোনাভাইরাস!

প্রকাশিত: ০৩:২৫, ৮ এপ্রিল ২০২০

শখের গহনা থেকেও সংক্রমিত হতে পারে করোনাভাইরাস!

অনলাইন ডেস্ক ॥ গহনা আমাদের সৌন্দর্য বাড়ায়। পোশাক ও অনুষ্ঠান অনুযায়ী গহনার ব্যবহার আমাদের রুচির পরিচয় করিয়ে দেয় অন্যদের সঙ্গে। সামর্থ ও পছন্দমতো কিছু গহনা প্রায় সবাই ব্যবহার করি। কিন্তু এই শখের গহনা থেকেও সংক্রমিত হতে পারে করোনাভাইরাস! এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন) ড. অরিন্দম বিশ্বাস বলেন, সতর্ক না হলে নিত্য ব্যবহারের অলঙ্কার থেকেও রয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা। পরিচ্ছন্নতা আর সাবধানতাই এই ভাইরাসের প্রকোপ থেকে দূরে থাকার উপায়। বিশেষজ্ঞরা সব সময় হাত ধোয়ার বিষয়ে বললেও শুধু হাত ধুলেই নিশ্চিন্ত হওয়া যাবে না। হাতের সঙ্গে পরিষ্কার রাখতে হবে পোশাক, ঘড়ি, চশমা, মোবাইল ফোন এমনকি আংটি, গলার চেন ও কানের দুলও। নয়ত গহনাতেও বাসা বাঁধতে পারে করোনার জীবাণু। আর এই সব লুকিয়ে থাকা জীবাণু খাওয়ার সময় কোনোভাবে চলে যেতে পারে শরীরের ভেতরে। এক্ষেত্রে হাতের আংটি সবচেয়ে বিপদজনক। করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের সাবধানতাই মেনে চলতে হবে আরও কিছু দিন। আর তাই পছন্দের গয়নাগুলো না হয় তোলাই থাক করোনার সময়টায়।
×