ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে একজন করোনা রোগী শনাক্ত, ৩৫ বাড়ি লকডাউন

প্রকাশিত: ০০:১৮, ৮ এপ্রিল ২০২০

মির্জাপুরে একজন করোনা রোগী শনাক্ত, ৩৫ বাড়ি লকডাউন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। মঙ্গলবার রাতে তাকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। উপজেলা প্রশাসন সূত্রমতে, শনাক্তকৃত ওই রোগী নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে মেডিক্যাল এ্যাসিট্যান্ট হিসেবে চাকরি করেন। গত রবিববার (৫ এপ্রিল) তিনি করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে গ্রমের বাড়িতে আসেন। খবর পেয়ে সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগ তত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠায়। মঙ্গলবার রাতে তাঁর করোনা শনাক্তের বিষয়টি জানতে পারেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আবদুল মালেকের নেতৃত্বে চিকিৎসকসহ একটি প্রতিনিধি দল রাতেই ওই বাড়িতে যান এবং তাঁকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ওই পাড়ার ৩০-৩৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
×