ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিস জনসনের অবস্থার অবনতি

প্রকাশিত: ০৮:৩৭, ৮ এপ্রিল ২০২০

বরিস জনসনের অবস্থার অবনতি

বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া অতি ছোঁয়াচে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। এদিকে ব্রিটিশ সরকারের দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, চিকিৎসকদের পরামর্শেই জনসনকে আইসিইউতে নেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলের পর চিকিৎসকেরা জনসনের বিষয়ে এই সিদ্ধান্ত নেন। ৫৫ ব ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, চিকিৎসকদের পরামর্শেই জনসনকে আইসিইউতে নেয়া হয়েছে। জনসন তার পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে ‘প্রয়োজন অনুযায়ী’ সরকার প্রধানের কাজ চালিয়ে যেতে বলেছেন। এর আগে ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। তার দেহে গত মাসে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে তিনি ডাউনিং স্ট্রিটের বাসভবনেই আইসোলেশনে ছিলেন। আক্রান্ত হওয়ার ১০ দিন পরও সুস্থতার লক্ষণ না দেখে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তাকে আইসিইউতে নেয়ার পর গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘এটুকু জানা গেছে, তার চেতনা রয়েছে, তবে তার যদি ভেন্টিলেটরের প্রয়োজন দেখা দেয়, তা দেয়ার জন্যই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।’ এদিকে ডমিনিক রাব সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী সেইন্ট টমাস হাসপাতালে রয়েছেন, তার শুশ্রুষা ভাল হচ্ছে।’ করোনাভাইরাস মহামারীর কঠিন সময়ে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে রানী দ্বিতীয় এলিজাবেথ আত্ম-সংযম এবং দৃঢ়সংকল্প নিয়ে পরিস্থিতি মোকাবেলার ডাক দেয়ার মাত্র এক ঘণ্টা পর রবিবার জনসনকে হাসপাতালে ভর্তি করার খবর আসে। জনসনের হাসপাতালে ভর্তি হওয়ার কথা রানীকে জানানো হয়েছে বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে এ বিষয়ে আর কোন মন্তব্য করেনি তারা। পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তা ২৭ মার্চ ঘোষণা করেছিলেন জনসন। তারপর থেকে ডাউনিং স্ট্রিটের একটি এ্যাপার্টমেন্টে আইসোলেশনে ছিলেন এবং শুক্রবারও শরীরে জ্বর থাকার কথা জানিয়েছিলেন তিনি। ৩ মার্চ এক সংবাদ সম্মেলনে জনসন করোনাভাইরাস রোগীদের সঙ্গে হাত মেলানোর কথা জানিয়েছিলেন। বিবিসির রাজনৈতিক সংবাদদাতা ক্রিস মরিস জানাচ্ছেন, সোমবার বিকেলে জনসনকে অক্সিজেন দেয়া হয়। তারপর তাকে আইসিউতে নেয়া হয়। তবে তাকে ভেন্টিলেটর দেয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।
×