ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে করোনায় আরেক এক বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৮, ৭ এপ্রিল ২০২০

লন্ডনে করোনায় আরেক এক বাংলাদেশীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার মারা যাওয়া বাংলাদেশীর নাম এনামুল ওয়াহিদ (৩২)। ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি কেএম আবু তাহের চৌধুরী এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ওয়েবসাইটের। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া বাংলাদেশীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন। করোনায় মৃতদের শুধু গার্ডেন অব পিস কবরস্থানে দাফনের অনুমতি পাওয়া যাচ্ছে। অন্য কবরস্থানে করোনায় মৃতদের দাফনের অনুমতি দিচ্ছে না। বাংলাদেশে এনামুল ওয়াহিদের বাড়ি নবীগঞ্জের মোস্তফাপুর। তিনি লন্ডনের চেডওয়েলহিথের বাসিন্দা। এর আগে গত সপ্তাহে এনামুলের বড় ভাইও করোনায় মারা গেছেন। পূর্ব লন্ডনে বাংলাদেশীসহ মুসলিমদের কবরস্থান হিসেবে পচিত গার্ডেন অব পিস। লন্ডন ও লন্ডনের উপকণ্ঠের মুসলিম কবরস্থানগুলোর মধ্যে এই গোরস্তানেই করোনায় মৃতদের দাফন করতে দিচ্ছে কর্তৃপক্ষ। অন্য কবরস্থানগুলো করোনায় আক্রান্তদের লাশ দাফনে অস্বীকৃজানাচ্ছে।
×