ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও সীমান্তে নিহত যুবকের লাশ গ্রহণ করেনি বিজিবি

প্রকাশিত: ১০:৫৭, ৭ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও সীমান্তে নিহত যুবকের লাশ গ্রহণ করেনি বিজিবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ এপ্রিল ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত বৃহস্পতিবার ভোরে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার পর তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। সোমবার সেই লাশ ফেরত নিতে বিজিবিকে চিঠি দেয় বিএসএফ। কিন্তু বিজিবি তাতে সাড়া দেয়নি এবং গ্রহণ করেনি জয়নালের লাশ। জানা যায়, নিহত জয়নাল আবেদিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। সে কয়েক বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়ে পশ্চিম দিনাজপুর জেলার পানজিপাড়া গ্রামের ভারতীয় এক নারীকে বিয়ে করে। গত বৃহস্পতিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তের ৩৭৯/১ এস নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে শ্বশুরবাড়ি যাচ্ছিল জয়নাল। এ সময় বিএসএফ’র ১৭১ চাকলাগড় ক্যাম্পের টহলরত সেনারা তাকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শহীদুল ইসলাম জানান, সীমান্তে নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত দেশে থাকেন না। তাকে হত্যার পর লাশ বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তার দেহ তল্লাশি করে তারা ভারতের রেশন ও আধার কার্ড পায়। তথাপি বিএসএফ তার লাশ ফেরত দিতে চাইলে আমরা তা গ্রহণ করিনি। যেহেতু সে (জয়নাল) কাগজপত্রে ভারতের নাগরিক তাই আমরা তার লাশ গ্রহণ করতে পারি না।
×