ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাগলে শসা খেত খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১০:৫৭, ৭ এপ্রিল ২০২০

ছাগলে শসা খেত খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৬ এপ্রিল ॥ উপজেলায় ছাগলে শসা খেত খাওয়া নিয়ে সৃষ্ট দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আবুল বাশার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার বিকেলে ভাটি সাভার গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি সাভার গ্রামের শাহাব উদ্দিন নামে এক ব্যক্তির শসা খেত ছাগলে খাওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে রবিবার দুই দফা সংঘর্ষ হয়। সোমবার বিকেলে ওই ঘটনা নিয়ে দ্বিতীয় দফা মারামারি চলার সময় উভয়পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে বাশার নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই আবুল ইসলাম বলেন, উভয়পক্ষ মারামারি করার সময় তার ভাই দু’পক্ষকে থামাতে গিয়ে কারও আঘাতে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত আবুল বাশার বিবদমান দুই পক্ষের কেউ নন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে লিপ্ত হয়ে একপক্ষ অন্যপক্ষকে হতাহত করেছে। ঘটনার পরপরই সিরাজুল ইসলাম (৬০) ও রুহুল আমীনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×