ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আরও ৪৪ জন দেশে ফিরেছেন

প্রকাশিত: ১০:৫৭, ৭ এপ্রিল ২০২০

ভারত থেকে আরও ৪৪ জন দেশে ফিরেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে আটকেপড়া আরও ৪৪ জন দেশে ফিরেছেন। সোমবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা ফিরেছেন বলে ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানিয়েছেন। খবর বিডিনিউজের। এর আগে গত ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল দুপুর পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে আটকে থাকা ২২৩ বাংলাদেশী দেশে ফেরেন। এবার ভারত ফেরতদের হাতে কোয়ারেন্টাইন সিল মারার পর তাদের বাড়ি না পাঠিয়ে বেনাপোল বাসস্ট্যান্ডের কমিউনিটি সেন্টার ‘পৌর বিয়ে বাড়িতে’ ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, সোমবার ভারত থেকে ফেরা ৪৪ বাংলাদেশীর শরীরের তাপমাত্রা স্বাভাবিক। তবে তাদেরকে বাসায় না পাঠিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ৪ বাংলাদেশী বাংলাবান্ধা দিয়ে প্রবেশের পর কোয়ারেন্টাইনে ॥ এদিকে স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকা পড়েছে অনেক বাংলাদেশী। এসব বাংলাদেশীদের বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফেরত আনা হচ্ছে। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে ৪ বাংলাদেশী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৮ জন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়াও করোনা টেস্টের জন্য পঞ্চগড় থেকে যে ৪ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান জানিয়েছেন।
×