ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহতী উদ্যোগ

প্রকাশিত: ১০:৫০, ৭ এপ্রিল ২০২০

মহতী উদ্যোগ

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার জেরে পুরো ইউরোপ প্রায় স্তব্ধ হয়ে গেছে। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন গরিব মানুষগুলো। যারা দৈনিক কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। দেখা গেছে, এখন প্রায়ই তাদের খাবার জোটানো খুবই কষ্টকর হয়ে উঠেছে। না খেয়ে থাকতে হচ্ছে তাদের বেশিরভাগ মানুষকে। এবার তাদেরই সাহায্য করতে এগিয়ে এলেন ইতালির নেপলসের স্থানীয়রা। ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলসে দেখা যাচ্ছে এক মন ভাল করা দৃশ্য। সেখানে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে বার্তাও দেয়া হয়েছে। কাগজে লেখা, যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান। ঝুড়িগুলোতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা রয়েছে। আসলে নেপলসে যাদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাদের খাবারের প্রয়োজন, তারা নিয়ে যেতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা-রুটিসহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।-গার্ডিয়ান
×