ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় দুদক পরিচালক সাইফুর রহমানের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৯, ৭ এপ্রিল ২০২০

করোনায় দুদক পরিচালক সাইফুর রহমানের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) জালাল সাইফুর রহমানের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ... রাজিউন)। নিহতের ঘনিষ্ঠ দুদকের চার কর্মকর্তা এবং তার স্ত্রী ও একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বতর্মানে আইসোলেশনে রয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন। [জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থএড়ইধপশসোমবার সকাল সাড়ে সাতটার দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গত ২৯ মার্চ জ্বর-সর্দি নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর তার শরীরে ক্রমেই করোনা ভাইরাসের উপসর্গ বেশি হারে লক্ষ্য করা যায়। পরে তার করোনা টেস্ট করে হাসপাতাল কর্তৃপক্ষ। টেস্টের পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তার বিষয়ে কিছুই জানানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কোন কিছু না জানলেও তার ছেলে ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, তার পিতার করোনাভাইরাস পজিটিভ। ডায়াবেটিস থাকায় তিনি তার পিতাকে নিয়ে বেশ চিন্তিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জালাল সাইফুর রহমানের করোনাভাইরাস পজেটিভ আসার পর বিষয়টি দুদককে অবহিত করা হয়। দুদকের তরফ থেকে জালাল সাইফুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা চার দুদক কর্মকর্তাকে শনাক্ত করে। পরে দুদকের ওই চার কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়। এরপর দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের স্ত্রী ও ছেলেকেও আইসোলেশনে রাখা হয়। বর্তমানে দুদকের ওই চার কর্মকর্তা ও নিহত দুদক পরিচালকের ছেলে এবং স্ত্রী আইসোলেশনে আছে। জালাল সাইফুর রহমানের মৃত্যুর ব্যাপারে হাসপাতালের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে নিহত সাইফুর রহমানের সহকর্মী ও পরিবারের তরফ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। জালাল সাইফুর রহমান ২২তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি চার বছর ধরে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনী জেলায়। আইসোলেশনে থাকা তার একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদিকে জালাল সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন। এ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের পাঠানো এক শোকবার্তায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোক বার্তায় ডিএমপি কমিশনার বলেন, সোমবার সকাল সাড়ে সাতটায় জালাল সাইফুর রহমান বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
×