ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেলিমেডিসিন কার্যক্রম শুরু করবে ঢাবি

প্রকাশিত: ০৯:৩৪, ৭ এপ্রিল ২০২০

টেলিমেডিসিন কার্যক্রম শুরু করবে ঢাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঘরে বসে সহজে চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য অতি শীঘ্রই টেলিমেডিসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এ্যান্ড টেকনোলজি বিভাগ। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এতে সভাপতিত্বে উপাচার্য ভবনে অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মামুন আহমেদ ও অধ্যাপক ডাঃ শাহরিয়ার নবী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘরে বসে সহজে চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এ্যান্ড টেকনোলজি বিভাগ টেলিমেডিসিন কার্যক্রম অতি শীঘ্রই শুরু করবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দুই এক দিনের মধ্যেই সকলকে জানানো হবে। সাম্প্রতিক সময়ে জনমনে ফেস মাস্ক ব্যবহার সম্পর্কে লক্ষ্যণীয় বিভ্রান্তি নিরসনের বিষয়েও সভায় আলোচনা হয় এবং এ সংক্রান্ত দুটি পরামর্শ দেয়া হয়। সেগুলো হলো : যারা করোনাভাইরাসে আক্রান্ত নন অথবা কোন উপসর্গ নেই তাদের সার্জিক্যাল অথবা মেডিক্যাল মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই। তারা ঘরে দেশীয় পদ্ধতিতে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করবেন।
×