ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের মূল বেতন প্রদান

প্রকাশিত: ০৯:৩৩, ৭ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের মূল বেতন প্রদান

করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যর্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিসিজি মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক ৫ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে করোনা প্রতিরোধ কার্যক্রমের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সর্বস্তরের সদস্যদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় মহাপরিচালক করোনার বিস্তাররোধে কোস্টগার্ড গৃহীত পদক্ষেপসমূহ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য উক্ত বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত বলে জানান। -বিজ্ঞপ্তি আদালতের ছুটি বাড়ল ১৩ এপ্রিল পর্যন্ত স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে দেশে সরকারী ছুটির পাশাপাশি সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্টসহ দেশের (নিম্ন) অধস্তন আদালতগুলোতে সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রীমকোর্ট প্রশাসন। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রীমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
×