ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

সাধারণ মানুষের কষ্টে এগিয়ে এসেছেন বিত্তবানরা

প্রকাশিত: ০৯:৩১, ৭ এপ্রিল ২০২০

সাধারণ মানুষের কষ্টে এগিয়ে এসেছেন বিত্তবানরা

স্টাফ রিপোর্টার ॥ নোভেল করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি দিয়েছে সরকার। আর এই সময়ে কাজ না থাকা অসহায় নিম্ন আয়ের মানুষ অর্থ ও খাদ্য কষ্টে পড়েছেন। আর এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান। এতে করে এই ছুটিতে সহায়তার হাত বিত্তবানরাও বাড়িয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ তথা নিম্ন আয়ের, রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ অসহায় মানুষদের জন্য। সাধ্য অনুযায়ী তুলে দিচ্ছেন খাদ্যসহায়তা। অন্যান্য দিনের মতো সোমবারও বিতরণ করা হয় নানাপণ্য। ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন এমপি বাবলা করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর, কদমতলীর সুবিধাবঞ্চিত তিন শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সোমবার শ্যামপুর বালুর মাঠে তিনি সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ডি কে সমির, রনি, লিটন প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে আমাদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপ-নেতা জিএম কাদেরের নির্দেশে জাতীয় পার্টির পরিবারের পক্ষ থেকেও আমরা খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। আমি আমার পক্ষ থেকে আমার সাধ্যমত শ্যামপুর কদমতলীবাসীর সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি। সমাজসেবা অধিদফতরের খাদ্যসামগ্রী বিতরণ করোনাভাইরাস সংক্রমণরোধে ছুটির কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদফতর। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আট ওয়ার্ডে পাঁচ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদফতর। প্রতিদিন ৫০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেয়া হচ্ছে। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সমাজসেবা অধিদফতর সহকারী পরিচালক মোঃ মাইনুল বশার, মোঃ শাহজাহান আলী আকন্দ, শহর সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা নূরুল ইসলাম, লিয়াজোঁ অফিসার মোঃ নূরুল আমিন খান প্রমুখ। র‌্যাবকে মাস্ক ও খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে সোমবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর। এর আগে বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে এক হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। এছাড়া ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক, নৌবাহিনীর সদরদফতরে নৌবাহিনীর প্রধান এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয়। এছাড়াও, ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে খাদ্য বিতরণ করা হয়েছে। ১০০ মানুষের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল ও দুটি সাবান সংবলিত একটি করে ব্যাগ বিতরণ করা হয়। আরও ৫০০ ব্যাগ বিতরণের জন্য ঢাকার বিভিন্ন অংশে চলে গেছে বলে জানানো হয়। করোনাভাইরাসের এই দুর্যোগে রাজধানীতে কর্মহীন সাড়ে ৫ হাজার অসহায় খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’। শুক্রবার থেকে এটি শুরু হয়েছে। চাল, ডাল, আলু, ফুলকপি ও গাজর দিয়ে তৈরি খিচুড়ি রান্না করে আলাদা আলাদা প্যাকেট করা হচ্ছে। খিচুড়ির প্যাকেট দুপুরে দুস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছে পাথওয়ের টিম। করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যেন কোন জমায়েত না হয় সেটি বিবেচনা করেই দুস্থদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এদিকে, ক্রীড়াঙ্গনের অনেকেই পাশে দাঁড়িয়েছেন করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষদের। সেই তালিকায় এবার যোগ হলেন জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সোহেল রানা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিদিন একবেলা করে অসহায় মানুষদের জন্য খাবারের সংস্থান করে যাচ্ছে। তাদের এই উদ্যোগে আগেই শামিল হয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। জেমি ডে ৩০০ মানুষকে খাবার দিয়েছেন। এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন সোহেল রানাও। সোমবার দুপুরে ৩০০ বিপন্ন মানুষের খাবার মিলেছে এই মিডফিল্ডারের উদ্যোগে। সোহেল রানা জানালেন, অসহায় মানুষের কষ্ট দেখে এগিয়ে এসেছেন তিনি, ‘বর্তমানে দেশের যা অবস্থা তাতে করে ভাল থাকাটা কঠিন। তবে কেউ দুশ্চিন্তা করবেন না। আমরা সবাই নামাজ পড়ি। আল্লাহর কাছে দোয়া করি।
×