ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্পন্সরের সন্ধানে বিসিবি

প্রকাশিত: ০৯:২২, ৭ এপ্রিল ২০২০

স্পন্সরের সন্ধানে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনিলিভারের সঙ্গে চুক্তি শেষ হয়েছে জানুয়ারিতে। এরপর নতুন স্পন্সরের জন্য সন্ধান শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের জন্য ৫০ কোটি টাকা মূল্যের টিম স্পন্সরশিপ আহ্বান করে বিসিবি। কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি কোন স্পন্সরের। করোনাভাইরাসের প্রভাবে এই মুহূর্তে ক্রিকেট কর্মকা- বন্ধ থাকলেও এ বিষয়টি নিয়ে চিন্তায় আছে বিসিবি। গত ফেব্রুয়ারি-মার্চে হওয়া মহিলা টি২০ বিশ্বকাপে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে স্পন্সরের জন্য বেক্সিমকোর মালিকানাধীন একটি ডিটিএইচ সংস্থা আকাশের স্মরণাপন্ন হতে হয়েছিল বিসিবিকে। বাধ্য হয়েছিল তাদের থেকে অন্তর্র্বর্তীকালীন স্পন্সরশিপ নিতে। জিম্বাবুইয়ের বিরুদ্ধে সর্বশেষ ঘরোয়া সিরিজেও অন্তর্বর্তীকালীন স্পন্সর ছিল আকাশ ডিটিএইচ। কিন্তু বিসিবি আবারও দীর্ঘমেয়াদী স্পন্সর খুঁজছে। জাতীয় দলের জন্য নতুন স্পন্সর খোঁজার পাশাপাশি নতুন ব্রডকাস্টার নিয়োগের জন্যও সন্ধান করছে বিসিবি। কারণ, চলতি এপ্রিলে গাজী টিভির সঙ্গে চুক্তি শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে বিসিবির পরিচালক ও অর্থ বিভাগের প্রধান ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমরা জানি যে এই মুহূর্তে স্পন্সর এবং ব্রডকাস্টার পাওয়া খুব কঠিন হবে। তবে এটি মূলত চলমান করোনভাইরাস মহামারীর কারণেই। আমরা সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরপরই স্পন্সর পেতে আশাবাদী।’
×