ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মেসি-রোনাল্ডোর কাছ থেকে শেখা উচিত নেইমারের’

প্রকাশিত: ০৯:২১, ৭ এপ্রিল ২০২০

‘মেসি-রোনাল্ডোর কাছ থেকে শেখা উচিত নেইমারের’

জাহিদুল আলম জয় ॥ সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সবাই একবাক্যে বিষয়টি স্বীকার করেন। এ দু’জনকে মাঝে মধ্যে টেক্কা দেন নেইমার, কিলিয়ান এমবাপেসহ কয়েকজন। তবে বেশিরভাগই মেসি-রোনাল্ডোর সঙ্গে কাউকে জোড়া লাগাতে চান না। এই যেমন সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো স্বদেশী তারকা নেইমারকে এ দু’জনের কাতারে রাখেননি। বরং ‘সাদা পেলে’ খ্যাত সাবেক এই তারকা বলেছেন, নেইমারের শেখা উচিত মেসি ও রোনাল্ডোর কাছ থেকে। সাক্ষাতকারে ৬৭ বছর বয়সী জিকো বলেন, নেইমার যদি বিশ্বের সেরা হতে চায় তবে তাকে অবশ্যই তার সাবেক বার্সিলোনা সতীর্থ মেসি ও জুভেন্টাসের রোনাল্ডোর মতো পেশাদার হতে হবে। সাবেক তারকা এ্যাটাকিং মিডফিল্ডার বলেন, আমি নেইমারকে পছন্দ করি, যেভাবে সে খেলে তা অবিশ্বাস্য। কিন্তু তাকে আরও পেশাদার হতে হবে, মেসি ও রোনাল্ডোর মতো, যারা ফুটবলের জন্য বাঁচে। নেইমার যদি তার দক্ষতা ধরে রাখতে পারেন তবে পিএসজি চ্যাম্পিয়ন্স লীগ জিতবে এমন আশা করেন জিকো। এ প্রসঙ্গে তিনি বলেন, নেইমারের এমন অনেক কিছু আছে যা তাকে অন্যমনস্ক করে ফেলে। সম্প্রতি আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে আরও পেশাদার হতে বলেছিলাম। এখন সে ২৮ বছর বয়সী। পিএসজির মতো একটা ভাল দলে খেলছে। তারা চ্যাম্পিয়ন্স লীগও জিততে পারে। কেবল এক ম্যাচের জন্য নয়, এটা নির্ভর করছে টুর্নামেন্টে তার দক্ষতার উপর। নেইমার এখন অনেক অভিজ্ঞ ও পরিপক্ক। মেসি-রোনাল্ডোর পাশাপাশি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা বিবেচনা করা হয় নেইমারকে। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলারদের মধ্যে তৃতীয় স্থানে থাকলেও ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন তিনি। যে কারণে নেইমারই এখন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। কিন্তু মেসি-রোনাল্ডোর তুলনায় অর্জনের খাতাটা তেমন ভরাট নয় নেইমারের। প্রতিভার ঘাটতি না থাকলেও ব্রাজিলিয়ান সুপারস্টারের মধ্যে পেশাদারিত্বের অভাব দেখেন জিকো। ১৯৮০’র দশকে ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই এ্যাটাকিং মিডফিল্ডার তাই নিজ দেশের তারকার জন্য গঠনমূলক পরামর্শ দিয়েছেন। বর্তমানে করোনাভাইরাসের কড়াল গ্রাসে গোটা বিশ্ব রীতিমতো হাবুডুবু খাচ্ছে। এ কারণে আক্রান্তদের চিকিৎসার জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ক্রীড়াঙ্গনের তারকারাও পিছিয়ে নেই। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ইতোমধ্যে বড় অংকের অর্থসহায়তা দিয়েছেন। এবার একই পথে হেঁটেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তিনি করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইউনিসেফের তহবিলে প্রায় ৮ কোটি টাকা দিয়েছেন। ব্রাজিলের হিসেবে যার পরিমাণ ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াস। নেইমারের দান করা অর্থ দিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপের সব বড় বড় ফুটবল টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। এজন্য ফরাসী ক্লাব পিএসজির অনুমতি নিয়ে নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন নেইমার। কিন্তু দেশে ফিরেও তার বিরুদ্ধে কোয়ারেন্টাইন ভাঙার অভিযোগ উঠে। যদিও পরে তার প্রতিনিধি বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। আপাতত ব্রাজিলের রিও ডে জেনেরিওর বাড়িতে নিজ সন্তান ও ফ্রান্স থেকে তার সঙ্গে ফেরা কয়েকজন বন্ধুর সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন নেইমার। এদিকে সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নে বার্সিলোনার আর্জেন্টাইন তারকা মেসিকে বেছে নিয়েছেন জাভি হার্নান্দেজ। তার আরেক সাবেক ক্লাব সতীর্থ রোনাল্ডিনহোকে গ্রেটদের একজন বলে মনে করেন বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ এই তারকা মিডফিল্ডার। জাভি বলেন, রোনাল্ডিনহো সেরাদের কাতারের। সম্ভবত তার শুধু ধারাবাহিকতার অভাব ছিল। আমার কাছে, তার ওপরে কেবল মেসি।
×