ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কঠিন সময়ে ভক্তদের পাশে শারাপোভা

প্রকাশিত: ০৯:২১, ৭ এপ্রিল ২০২০

কঠিন সময়ে ভক্তদের পাশে শারাপোভা

জিএম মোস্তফা ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব এখন আতঙ্কগ্রস্ত। কোভিড-১৯ নামের ভয়ঙ্কর এই ভাইরারে কারণে বিশ্ব এক প্রকার থমকে গেছে। লাশের মিছিল সামাল দিতে ক্লান্ত এখন বিশ্বের বড় বড় দেশগুলোও। এমন পরিস্থিতিতে ঝুঁকির বাইরে নেই কোন দেশ। এমতাবস্থায় ঘরে থাকাই একমাত্র পরিত্রাণের উপায়। কিন্তু ঘরে থেকে মানুষগুলো রীতিমতো নিজের ওপরই বিরক্ত। এই বিরক্তি কাটাতে একেকজন বেছে নিয়েছেন একেক রকমের উপায়। রাশিয়ার জনপ্রিয় সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভা কঠিন সময়টাতে ভক্তদের পাশে দাঁড়িয়েছেন। তাদের সঙ্গে গল্প করেই একঘেয়েমি কাটাতে চান। যার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের বিরক্তি দূর করতে চান রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। কদিন আগেই টেনিসকে বিদায় বলে দেন মারিয়া শারাপোভা। এরপর তাকে নিয়ে তেমন কোন আলোচনা নেই। তবে করোনাভাইরাসে বিশ্বের বেশিরভাগ দেশই যখন লকডাউনে ঠিক তখনই আলোচনায় উঠে এলেন তিনি। এই সময়ে শারাপোভা শত শত অচেনা ভক্তদের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলছেন। পাবলিক করে দিয়েছেন নিজের মোবাইল ফোন নম্বর। নিজের স্বীকৃত ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে চমক নিয়ে আসেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই টেনিস তারকা। গত ২৭ ফেব্রুয়ারি অবসরের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন মারিয়া শারাপোভা। কোভিড-১৯ এর প্রভাবে রাশিয়ান তারকা নিজেও আছেন গৃহবন্দী। এই অবস্থায় একঘেয়েমি কাটাতে ইনস্টাগ্রামে এসে ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে মারিয়া শারাপোভা সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমে লেখেন, ‘এই সময়ে আমি আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। গত সপ্তাহে ১৫০ জনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছি। দারুণ ছিল ভিডিও চ্যাটিং। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীর মানুষ এখন শারীরিক দূরত্ব বজায় রাখছি। আমি তাই ভক্তদের সঙ্গে আরও যুক্ত থাকতে চাই।’ ভিডিওর পাশে নিজের মোবাইল নম্বর (+১) ৩১০-৫৬৪-৭৯৮১ দিয়ে দেন শারাপোভা। এই নম্বরে খুদে বার্তা পাঠিয়ে জনপ্রিয় সাবেক এই টেনিস তারকার সঙ্গে আলাপ করতে পারেন যে কেউ! এ প্রসঙ্গে শারাপোভা বলেন, ‘আমি আপনাদের আমার ফোন নম্বরটা দিচ্ছি। আপনারা আমাকে বার্তা পাঠাতে পারেন, যেটা সরাসরি আমার মোবাইল ফোনে আসবে। আমি আপনাদের বার্তার জবাব দেব।’ শারাপোভার এই উদ্যোগে অবশ্য টেনিস সাকির্টের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশ্ব টেনিসে সুদীর্ঘ ক্যারিয়ার মারিয়া শারাপোভার। তবে সাফল্যের চিত্রটা অবশ্য তেমন বেশি নয়। এই সময়ে পাঁচটি মাত্র মেজর শিরোপার দেখা পেয়েছেন শারাপোভা। তার ক্যারিয়ারে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন সেরেনা উইলিয়ামস। তার সময়ে সেরেনা না থাকলে হয়তো শারাপোভার সাফল্যের গল্পটা আরও ভিন্ন রকমের কিছু হতে পারত। সর্বশেষ ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর আর কোন গ্র্যান্ডস্লাম যোগ করতে পারেননি তার নামের পাশে। তবে এই সময়ে অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়েছে রাশিয়ান টেনিসের এ গ্ল্যামারগার্লকে। ডোপ টেস্টের কারণে টেনিস থেকে যে নির্বাসনেও যেতে হয়েছিল মাশাকে। তবে সব বাধা অতিক্রম করেই আবার কোর্টে ফেরেন তিনি। কিন্তু সেই ফেরাটা সুখকর হয়নি তার। যে কারণেই গত ফেব্রুয়ারিতে র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা।
×