ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৩৮, ৭ এপ্রিল ২০২০

টুকরো খবর

মদ পানে ৪ জনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৬ এপ্রিল ॥ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া বাজার এলাকায় স্থানীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। জানা গেছে, ওই চারজন রবিবার রাতে পালিচড়া বাজারে চোলাই মদ পান করেন। মৃতরা হলো, সদ্যপুস্করিণী ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪২), পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন। চাল বিতরণে অনিয়ম স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটির পাড়া গ্রামের আঞ্চলিক সড়কের ভুক্তভোগী কার্ডধারী পরিবারের সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে নীরবে প্রতিবাদ জানায়। এ সময় তারা অভিযোগ করেন, স্থানীয় ডিলার বুলু সরকার তাদের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর নিয়ে পরবর্তীতে তারা চাল আনতে গেলে তাদের ফিরিয়ে দেয়। এতে করোনার প্রভাবে বর্তমানে কর্মহীন হয়ে পড়া এ সকল মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। বালু উত্তোলনের দায়ে জরিমানা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৬ এপ্রিল ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন দিনরাত ব্যস্ত থাকছেন। তারা মাঠ পর্যায়ে করোনায় মানুষকে বাঁচাতে সচেতনতামূলক নানা কাজ করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে ভূ গর্ভস্থ বালু উত্তোলনে মেতে উঠেছে একটি চক্র। এই চক্রের এক সদস্য এরশাদ হোসেনকে (৫০) ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ে ॥ জরিমানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ করোনা আতঙ্কের মধ্যেও সিরাজগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় বরের পিতা, চাচা এবং ভাইকে প্রত্যেকের ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাল্যবিয়ে। রবিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া দক্ষিণ পাড়ায় অস্টম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। ঠিক সেই মুহূর্ত সংবাদের ভিত্তিতে বাল্যবিয়েটি বন্ধ করে দেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। রবিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সয়াধানগড়া দক্ষিণ পাড়ায় কনের বাড়িতে উপস্থিত হন। কনে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সঙ্গে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের কাপড় বিক্রেতা (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। নারী পুলিশকে হত্যাচেষ্টা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ এপ্রিল ॥ মাদারীপুরে পুলিশের পিএসআই অনিমা বাড়ৈকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে শহরের লেকের পাড় পৌর শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটিয়েছে তার পূর্ব পরিচিত রণবীর নামের এক বখাটে যুবক। আহত অনিমা সদর মডেল থানার প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই) এবং তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গারহাট এলাকায়। ঘাতক রণবীরের বাড়ি বগুড়া জেলায়। সে ঢাকা থাকে বলে জানায় পুলিশ। অনিমাকে গলাকেটে ফেলে রেখে সে পালিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অনিমাকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার গলায় অপারেশন হয়। ইয়াবাসহ কারারক্ষী আটক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ এপ্রিল ॥ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় প্রধান গেট থেকে তরিকুল ইসলাম শাহীন নামে এক সহকারী প্রধান কারারক্ষীকে আটক করে তার দেহ ও বাসায় তল্লাশি চালিয়ে ৫২২ ইয়াবা ও ৩ হাজার ১৬০ টাকা জব্দ করেছেন জেল সুপার শাহজাহান আহম্মেদ। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহম্মেদ জানান, সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহীন কারাগারে মাদক সরবরাহ করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দায়িত্ব পালনের জন্য তরিকুল ইসলাম শহীন কারাগারে প্রবেশের সময় প্রধান গেটে প্রথমে তার দেহে তল্লাশি চালিয়ে ১০৬ ইয়াবা ও ৩ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে তার শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আরও ৪১৬ পিছসহ মোট ৫২২ ইয়াবা জব্দ করা হয়।
×