ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রাণের জন্য বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৩৭, ৭ এপ্রিল ২০২০

ত্রাণের জন্য বিক্ষোভ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাসিন্দার ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন। সোমবার ইসলামপুর পুরাবাড়ি এলাকার জামে মসজিদের পাশে শতাধিক নারী পুরুষ খাবারের দাবিতে বিক্ষোভ করেন। ৩নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, সারা ইউনিয়নের জন্য মাত্র ২ টন চাল এসেছে। এই পরিমাণ চাল দিয়ে সবাইকে ত্রাণ দেয়া সম্ভব না। যে এলাকার মানুষ বিক্ষোভ করেছেন সে এলাকায় মাত্র ৫ জন চাল পেয়েছেন। কিন্তু এই এলাকায় আরও ত্রাণ দেয়া প্রয়োজন। আমাদেরকে যে চাল দেয়া হয়েছে। একটি ওয়ার্ডে সর্বোচ্চ ২২ পরিবারকে দিতে পেরেছি। কিন্তু ত্রাণ পাওয়ার মতো অনেক পরিবার আছেন। অনেক খেটে খাওয়া মানুষ আমার ইউনিয়নে আছেন। এখন সরকারী বরাদ্দ না আসলে কিচ্ছু করতে পারছি না। তরমুজ লুট ॥ আটক ১৬ নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৬ এপ্রিল ॥ করোনাভাইরাসের কারণে সারাদেশ যখন স্থবির তখন পটুয়াখালীতে একদল বখাটেদের কাছে জিম্মি তরমুজ চাষীরা। কৃষকের রক্ত পানি করা ফসলের ন্যায্য দাম পেতে যখন এই হাট থেকে ওই হাটে দৌড়ঝাঁপ করছেন, ঠিক সেই সময়েই পটুয়াখালীর লোহালিয়া নদীতে একদল বখাটের কবলে পড়তে হচ্ছে তাদের। ট্রলারে করে গ্রাম থেকে শহরে পরিবহন করে নিয়ে আসা তরমুজ মাঝ নদীতে ছিনতাই করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পটুয়াখালীর লোহালিয়া নদীর খেয়া ঘাট থেকে নির্মাণাধীন লোহালিয়া ব্রিজ এলাকা পর্যন্ত চলে এই তা-ব। প্রতিদিন ট্রলারে করে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ কৃষকদের ট্রলারে থামিয়ে ইচ্ছেমতো তরমুজ নামিয়ে রাখে।
×