ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ইউপি সদস্যের বাড়ি থেকে আড়াই টন ত্রাণের চাল জব্দ

প্রকাশিত: ০৮:৩৬, ৭ এপ্রিল ২০২০

ঝালকাঠিতে ইউপি সদস্যের বাড়ি থেকে আড়াই টন ত্রাণের চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৬ এপ্রিল ॥ ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মনিরুজ্জামান মনিরের বাসা থেকে মজুদ করা ত্রাণের আড়াই টন চাল জব্দ করেছে জেলা প্রশাসন। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আহমেদ হাসান অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় ইউপি সদস্য মনির। রাতে সরকারী বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে প্রশাসনকে জানালে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক জোহর আলী জানান, সরকারী চাল, কিন্তু অন্য প্যাকেটে ভরা হচ্ছিল। চালগুলো জিম্মায় রাখার ব্যবস্থা করা হয়েছে। ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনির জানিয়েছেন, চালগুলো কয়েকদিন আগে এনে রাখা হয়েছিল। এ চালগুলো মনির নিজের টাকায় কিনে এনেছে। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র ও প্রমাণ দেখাতে পারেনি পরিবারের কেউ।
×