ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানে জরুরী অবস্থা জারি হচ্ছে

প্রকাশিত: ০৮:২৬, ৭ এপ্রিল ২০২০

জাপানে জরুরী অবস্থা জারি হচ্ছে

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জাপানের বিভিন্ন অংশে জরুরী অবস্থা জারি করা হচ্ছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বিবিসি। এদিকে করোনা প্রতিরোধে নানারকম ব্যবস্থা নিলেও জাপানে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরী অবস্থা জারির ঘোষণা দেয়ার কথা রয়েছে। যদিও এটাও নিশ্চিত যে, জরুরী অবস্থা জারি হলে সোমবার থেকেই তা কার্যকর হবে না। গোটা দেশে নয় মূলত রাজধানী টোকিও এবং ওসাকার মতো শহরের জন্য এমন পদক্ষেপ নেয়া হতে পারে। জরুরী অবস্থা জারি করা হলে দেশটির সরকার সেসব অঞ্চল বা এলাকায় মানুষকে ঘরে থাকার জন্য নিষেধাজ্ঞা আরও জোরালো করা ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার ক্ষমতা পাবে। -রয়টার্স
×