ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনশনে তুর্কী গায়িকার মৃত্যু

প্রকাশিত: ০৮:২৬, ৭ এপ্রিল ২০২০

অনশনে তুর্কী গায়িকার মৃত্যু

তুরস্কের ফোক মিউজিক ব্যান্ড গ্রুপ ইয়োরামের সদস্য জনপ্রিয় গায়িকা হেলিন বোলেক অনশনরত অবস্থায় মারা গেছেন। ২০১৬ সালে তুরস্ক সরকার গ্রুপ ইয়োরামের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে জনপ্রিয় ওই গায়িকা অনশন চালিয়ে আসছিলেন। টুইটারে একটি পোস্ট দিয়ে গ্রুপটি তার মৃত্যুর বিষয়টি জানায়। গ্রুপ ইয়োরাম টুইট বার্তায় জানিয়েছে, শুক্রবার ইস্তানবুলে নিজ বাড়িতে অনশনের ২৮৮তম দিনে হেলিনের মৃত্যু হয়। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত রেভুল্যশনারি পিপল’স লিবারেশন পার্টি-ফ্রন্ট বা ডিএইচকেপি/সি’র সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন অভিযোগে দেশটির সরকার ২০১৬ সালে গ্রুপ ইয়োরামের সব কার্যকম নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে, তাকে ও দলের সদস্যদের গ্রেফতার করা হয়। এরপর থেকে ব্যান্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আটক সদস্যদের মুক্তির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছিলেন হেলিন। আঙ্কারাভিত্তিক মানবাধিকার সংগঠন (আইএইচডি) জানায়, ব্যান্ডের আরেক সদস্যসহ বোলেককে গত ১১ মার্চ জোরপূর্বক হাসপাতালে পাঠানো হয়। -রয়টার্স
×