ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশি ফুটবলারদের চুক্তি নিয়ে শঙ্কা!

প্রকাশিত: ০৭:৩৯, ৬ এপ্রিল ২০২০

বিদেশি ফুটবলারদের চুক্তি নিয়ে শঙ্কা!

স্পোর্টস রিপোর্টার ॥ লিগ না চললেও ফুটবলারদের বেতন ঠিকই দিতে হচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে। এতে বেড়েছে ব্যয়, বিপাকে পড়েছে বেশিরভাগ ক্লাব। ইউরোপের শীর্ষ ক্লাবের মতো শেখ জামাল ধানমন্ডিও ফুটবলারদের বেতন কাটতে চায়। আর বিদেশি ফুটবলারদের চুক্তি নিয়ে শঙ্কায় বসুন্ধরা কিংস। এখনও সিদ্ধান্তহীনতায় আবাহনী লিমিটেড। মাঠে নেই ফুটবল, অলস সময় পার করছেন ফুটবলাররা। তাই বলে কি ক্লাব কার্যক্রম বন্ধ? না। অন্ততঃ খেলা থাকুক আর না থাকুক, চুক্তিবদ্ধ ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মচারীদের ঠিকই বেতন দিতে হচ্ছে ক্লাবগুলোকে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, টটেনহ্যামের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাদের ফুটবলারদের বেতনের কিছু অংশ কেটে নেবার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও কি একই পথে হাঁটবে? অন্তত শেখ জামালের ইঙ্গিতটা সেদিকেই। আবাহনী এখনও সিদ্ধান্তহীনতায়। করোনা পরিস্থিতির পাশাপাশি লিগ কমিটির নির্দেশনার দিকে তাকিয়ে তারা। তবে বসুন্ধরা কিংস বেতন কাটার পক্ষে নয়। বরং বিদেশিদের নিয়ে চিন্তিত বর্তমান চ্যাম্পিয়নরা। চুক্তি শেষ হয়ে গেলে বিপাকে পড়বে ক্লাবগুলো, আর এক্ষেত্রে ফেডারেশনের সহযোগিতা চান কিংস সভাপতি। করোনা পরিস্থিতিতে শেষ পর্যন্ত লিগ হবে কি না, সেই আশঙ্কাও করছে ক্লাবগুলো।
×