ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার জরুরি অবস্থা জারি করছে জাপান

প্রকাশিত: ২৩:১৮, ৬ এপ্রিল ২০২০

এবার জরুরি অবস্থা জারি করছে জাপান

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থ জারি করতে যাচ্ছে জাপান। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে পারেন। খবর বিবিসির। তবে গোটা দেশে নয় মূলত রাজধানী টোকিও এবং ওসাকার মতো শহরের জন্য এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে করোনা প্রতিরোধে নানারকম ব্যবস্থা নেওয়া সত্ত্বে জাপানে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। জাপানে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে অন্তত ৮৫ জন মারা গেছেন। আক্রান্তের মানুষের সংখ্যা ৩ হাজার ৬০০ এর বেশি। বিশ্বের সবচেয় জনবহুল শহর ও দেশটির রাজধানী টোকিওতে দ্রুতগতিতে আক্রান্ত বাড়ায় শঙ্কা তৈরি হয়েছে। টোকিওতে আক্রান্ত হাজারের বেশি।
×