ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরও ৭ দিন বাড়ল

প্রকাশিত: ১০:২৭, ৬ এপ্রিল ২০২০

   বিমান চলাচলে নিষেধাজ্ঞা  আরও ৭ দিন  বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামীকাল ৭ এপ্রিল থেকে বৃদ্ধি করে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ নিয়ে দুই দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল বাংলাদেশ বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। গতকাল রবিবার এ সংক্রান্ত বেবিচকের জারি করা এক আদেশে বলা হয়- আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। এ নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের (মোট ১৬টি) ক্ষেত্রে কার্যকর হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
×