ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে যারা-

প্রকাশিত: ১০:০৬, ৬ এপ্রিল ২০২০

 করোনায় নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে যারা-

স্টাফ রিপোর্টার ॥ আতঙ্কের করোনাভাইরাসে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশবাসীর নিরাপদ রাখতে ব্যাপক সংক্রমণ ঠেকাতে দেশে চলমান ছুটির মেয়াদও বাড়ছে। তিন দফায় বাড়ানো হয়েছে সরকারের সাধারণ ছুটি। এই ছুটিতে যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ তথা নিম্ন আয়ের, রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ অসহায় মানুষের খাদ্যকষ্টে না থাকে সে জন্য সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন দেশের বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান। সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা। তুলে দিচ্ছেন খাদ্য সহায়তা। অন্যান্য দিনের মতো রবিবারও বিতরণ করা হয় নানাপণ্য। একমাসের রেশন সহায়তা দিল বাড্ডা থানা পুলিশ ॥ করোনাভাইরাস সঙ্কটে এক মাসের রেশনের সব খাদ্যসামগ্রী পাঁচ শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দিয়েছে রাজধানীর বাড্ডা থানা পুলিশ। রবিবার বাড্ডা থানা প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)। এ সময় তিনি বলেন, বাড্ডা থানা পুলিশ একটি মহতী উদ্যোগ নিয়েছে। তারা দেশের এই দুর্যোগময় মুহূর্তে নিজেদের পুরো মাসের রেশন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে খাদ্য সহায়তা হিসেবে দিয়েছে। তাদের কৃতকর্মের জন্য একজন পুলিশ সদস্য হিসেবে আমার গর্ব হচ্ছে। সর্বক্ষণিক এমন কাজে আমি পাশেই থাকব। চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করার। গণজমায়েত এড়ানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে থানার পুলিশ সদস্যরা এসব সহায়তা সামগ্রী দেয়। মুয়াজ্জিন, পুরোহিত, গির্জায় কাজ করা কর্মীসহ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীকী হিসেবে উক্ত শ্রেণী- পেশার প্রতিনিধিদের সহায়তা দেয়ার পর বাকিদের নিজেদের গাড়ি দিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বাড্ডা থানা পুলিশ। দুস্থদের চাল ডাল আলু দিচ্ছে ডিএনসিসি ॥ করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মধ্যে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ৩১ মার্চ থেকে শুরু করা এ কর্মসূচীর আওতায় ডিএনসিসির সব ওয়ার্ডে মোট ২৮ হাজার ৫০০ দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে অসহায় প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও একটি করে সাবান বিতরণ করা হচ্ছে। এছাড়া ওয়ার্ড কাউন্সিলররা নিজ উদ্যোগে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বস্তিতে রান্না করা খাবার বিতরণ করছেন। প্রতিদিন ৫০০ পরিবারে খাদ্যপণ্য বিতরণ করছে সমাজসেবা অধিদফতর ॥ করোনায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদফতর। অধিদফতরের গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ শাখার উপপরিচালক সাজ্জাদুল ইসলাম জানান, প্রতিদিন ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেয়া হচ্ছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষ এবং কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কামরাঙ্গীরচরে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ॥ ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা-২ আসনের অন্তর্গত কামরাঙ্গীরচর থানার ডিএসসিসির ৫৬নং ওয়ার্ডের ৫টি স্পটে ৩৩৫০টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বড়গ্রাম ব্যাটারিঘাট পঞ্চায়েত ৮৫০ পরিবার, মধ্য রসূলপুর পঞ্চায়েত ৬০০ পরিবার, রনী মার্কেট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি ৫০০ পরিবার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজ তালুকদারের নেতৃত্বে ১০০০ পরিবার, ইউনিট আওয়ামীলীগ নেতা জাবেদের নেতৃত্বে ৪০০ পরিবার। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামীগীগের সভাপতি আবুল হোসেন সরকার ও ঢাকা-২ আসনের এমপির ব্যাক্তিগত সহকারী মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। সরকারী হাসপাতালে পিপিই-স্যানিটাইজার দিচ্ছে বিএমএ ॥ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসক নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টসহ সব স্বাস্থ্যকর্মীদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ)। রবিবার বিএমএয়ের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডাক্তার মোঃ এনামুল হক চৌধুরী বিএমএয়ের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল হুদা লেলিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলীর পক্ষে হাসপাতালের পরিচালক ডাক্তার আবু রায়হান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে উপপরিচালক ডাক্তার রুনা রেহানা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল গনি মোল্লা এবং জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন পরিচালক অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ। এদিকে, কণ্ঠশিল্পী সালমা ও সাগর দম্পতি তাদের ফাউন্ডেশনের মাধ্যমে চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে রাজধানীর হাজারীবাগ ও জিগাতলা এলাকার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা।
×