ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালতের ছুটি ॥ চলমান মামলার বিষয়ে ব্যবস্থা হবে

প্রকাশিত: ১০:০৫, ৬ এপ্রিল ২০২০

  আদালতের ছুটি ॥ চলমান মামলার বিষয়ে ব্যবস্থা  হবে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে উচ্চ আদালতসহ দেশের সব আদালত বন্ধ থাকায় চলমান কোন মামলার ক্ষতি না হয় সে ব্যবস্থা করা হবে বলে আইনজীবীদেকে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অন্যদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সুপ্রীমকোর্টের শিশু অধিকার কমিটি। বৈঠক থেকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি বা জামিনের বিষয়ে দরখাস্ত নিষ্পত্তি করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে উচ্চ আদালতসহ দেশের সব আদালত বন্ধ থাকায় চলমান কোন মামলার ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রীমকোর্ট বার সমিতির সভাপতি বলেন, করোনাভাইরাসজনিত কারণে সুপ্রীমকোর্ট বন্ধ থাকায় এ সময়ে বিভিন্ন মামলায় প্রদত্ত অনেক অন্তবর্তী আদেশ যথা জামিন, স্থগিতাদেশ, নিষেধাজ্ঞা, সারেন্ডারের তারিখ উত্তীর্ণ (পার হয়েছে) হয়ে যাবে। এ বিষয়ে আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। প্রধান বিচারপতি আমাদের আশ্বস্ত করেছেন যে, এই বিষয়টি তাঁর নজরে আছে এবং এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেয়া হবে। কোন মামলায় ক্ষতি হবে না। এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন আরও বলেন, সাক্ষাতকালে প্রধান বিচারপতি আরও জানান, আইনজীবীরা আদালত খোলার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন, এছাড়া বিশেষ ক্ষমতা আইনের আওতায় আপীল , রিভিশন ইত্যাদি খোলার তারিখেই দায়ের করে তমাদি রক্ষা করা যাবে। ভিডিও কনফারেন্সে বিচারপতিগণ ॥ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সুপ্রীমকোর্টের শিশু অধিকার কমিটি। বৈঠক থেকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি বা জামিনের বিষয়ে দরখাস্ত নিষ্পত্তি করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রবিবার সকালে বিচারপতিরা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন। বৈঠকে অংশ নিয়েছিলেন শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদফদরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধি। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান জানিয়েছেন, শিশু উন্নয়ন কেন্দগুলোতে অপর্যাপ্ত জায়গায় বিপুল সংখ্যক শিশু রয়েছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। এ কারণে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন বা মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এসব শিশুদের কিভাবে মুক্তি দেয়া যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
×