ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লার হোমনায় প্রচন্ড শিলাবৃষ্টি

প্রকাশিত: ০৬:৪৫, ৫ এপ্রিল ২০২০

কুমিল্লার হোমনায় প্রচন্ড শিলাবৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি ॥ আজ রবিবার দুপুর ৩ টায় কুমিল্লা জেলার হোমনা উপজেলায় প্রচন্ড বড় আকারের শিলাবৃষ্টির বর্ষন হয়েছে বলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ জানান। এদিকে এমন বড় আকারের শিলাবৃষ্টি নিয়ে জনমনে ভীতি সৃষ্টি হয়। শিলাবৃষ্টির ফলে মৌসুমী ফসলেরে ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। গোয়ারী ভাঙ্গার কৃষক কামাল উদ্দিন জানান, তিল,বাঙ্গি, তরমুজ কাঁচামরিচসহ অন্যান্য রবিশস্যসহ ব্যাপক ক্ষতি ফলে কৃষকরা অনেক টাকার লোকসান গুনতে হবে জানায়। এদিকে কুমিল্লা মহানগরীতে বিকাল পৌনে ৫ টা থেকে সোয়া ৫টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টিপাত হয়। এছাড়া ও কুমিল্লার অন্যান্য উপজেলায় মাঝারি আকারের বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
×