ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস : ফ্লাইট বাতিল হলে টিকিটের টাকা ফেরত

প্রকাশিত: ০১:২৪, ৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস :  ফ্লাইট বাতিল হলে টিকিটের টাকা ফেরত

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের মহামারির কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধের সময়সীমা আরো ৭ দিন বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বেধে দেয়া সময়সীমায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ফ্লাইট চলাচল। তবে যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে বিমান। আজ রবিবার এই তথ্য জানান বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন। মোকাব্বির হোসেন বলেন, কেউ যদি এই সময়ের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারবেন। ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিশেষ ফ্লাইট ও নিয়মিত কার্গো ফ্লাইট যথারীতি চলবে। এর আগে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ এপ্রিল থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ নিয়ে দুই দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আজ রবিবার বিকেলে এ বিষয়ে একটি আদেশ জারি করবে বেবিচক। এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, আমরা ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা করছি। আনুষ্ঠানিকভাবে বিকেলে তা জানিয়ে দেয়া হতে পারে। এছাড়াও আগে ৪টি দেশের ফ্লাইট নিষেধাজ্ঞার বাইরে ছিল। এবার শুধু চীনের ফ্লাইট এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
×