ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরলেন সাকিব

প্রকাশিত: ২৩:৪২, ৫ এপ্রিল ২০২০

আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক ॥ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত না হলেও সতর্কতা হিসেবে স্বেচ্ছায় আইসোলেশনে ছিলেন সাকিব আল হাসান। গত শুক্রবার শেষ হয় তাঁর আইসোলেশনের দিন। ১৪ দিন শেষে পরিবারের কাছে ফিরলেন সাকিব। জানা গেছে, স্ত্রী-কন্যার সঙ্গে কিছুদিন কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। এরইমধ্যে করোনা পরিস্থিতি মাথা চাড়া দিয়ে উঠলে আইসোলেশনে থাকতে নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেন তিনি। সেখানে দুই সপ্তাহ কাটাতে হয় তাঁকে। ১৪ দিন শেষে গত শুক্রবার ফের পরিবারের কাছে ফিরে যান সাকিব। এদিকে আইসোলেশনে থাকা অবস্থায় চুপ করে বসে থাকেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। করোনা মোকাবিলায় নিজ দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসেন তিনি। এরইমধ্যে ২০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে নিজের দাতব্য সংস্থার মাধ্যমে সাহায্য করেছেন সাকিব। সেইসঙ্গে করোনা পরীক্ষায় টেস্টিং কিট সরবরাহের জন্য ২০ লাখ টাকার তহবিল গঠনে এগিয়ে আসে তার প্রতিষ্ঠান।
×