ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্থপতি বশিরুল হকের জীবনাবসান

প্রকাশিত: ১২:২৮, ৫ এপ্রিল ২০২০

 স্থপতি বশিরুল হকের জীবনাবসান

জনকণ্ঠ ডেস্ক ॥ ছায়ানট ভবন ও আশার প্রধান কার্যালয়সহ শতাধিক ভবনের স্থপতি বশিরুল হক (৭৭) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। স্থপতির স্ত্রী অধ্যাপক ফেরদৌস আজিম বলেন, ‘দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। শুক্রবার শরীর খারাপ লাগছিল। শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় মারা যান স্থপতি বশিরুল হক।’ বশিরুল হকের মরদেহ ঢাকায় নিজ বাসায় রাখা হবে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে তার লাশ। খবর বিডিনিউজের। প্রয়াতের স্ত্রী অধ্যাপক ফেরদৌস আজিম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারপার্সন। তাদের বড় ছেলে তারেক ওমর আলী আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর ছোট ছেলে যাইন আলী পার্থ জীববিজ্ঞানী হিসেবে সুইডেনে কর্মরত। স্থপতি বশিরুল হক গত বছর ‘হামিদুর রাহমান পুরস্কার’ পান। এর আগে আগা খান এ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের জন্য ১৯৮০, ১৯৯২ ও ২০০১ সালে মনোনীত হন তিনি।
×