ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢামেকে চিকিৎসাধীন বৃদ্ধার শ্বাসকষ্টে মৃত্যু

প্রকাশিত: ১২:২৪, ৫ এপ্রিল ২০২০

ঢামেকে চিকিৎসাধীন বৃদ্ধার শ্বাসকষ্টে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে থাকা ৭২ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ আলাউদ্দিন জানান, শনিবার বেলা ১১টার দিকে ওই নারী আমাদের হাসপাতালে যখন আসে তার শ্বাসকষ্ট হচ্ছিল। দ্র‍ুত তাকে জরুরী বিভাগের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান, ওই নারী দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) উপসর্গ আছে কিনা তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে সাধারণভাবে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। মৃত নারীর ছেলে জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। মিরপুর এলাকায় থাকেন তারা। তার মা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন। এছাড়া ডায়াবেটিসসহ আরও সমস্যা রয়েছে তার। সকালে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
×