ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিভিতে মাধ্যমিকের মতো প্রাথমিকের ক্লাস শুরু মঙ্গলবার

প্রকাশিত: ১০:১৫, ৫ এপ্রিল ২০২০

 টিভিতে মাধ্যমিকের  মতো প্রাথমিকের  ক্লাস শুরু  মঙ্গলবার

স্টাফ রিপোর্টার ॥ ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ষষ্ঠদিনের মতো শ্রেণী পাঠদান হবে আজ। নতুন রুটিনে রবিবার সকাল ৯টা থেকে শুরু হবে ক্লাস। এদিকে আগামী মঙ্গলবার থেকে মাধ্যমিকের মতো প্রাথমিকেও টিভিতে ক্লাস প্রচার শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শনিবার টেলিভিশনের ক্লাসের সময়সূচী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে প্রথম ধাপে ২ এপ্রিল পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা শেষে নতুন রুটিন প্রকাশ করে। এই ধাপে আজ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। ৯ এপ্রিল পর্যন্ত ক্লাসের রুটিনে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ষষ্ঠ থেকে নবম এ চারটি শ্রেণীর মোট আটটি ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে। দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব ক্লাস পুনর্প্রচার করা হবে। এদিকে আগামী মঙ্গলবার দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত প্রাথমিকেও টিভিতে ক্লাস প্রচার শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ। তিনি জনকণ্ঠকে বলেছেন, প্রথম তিনদিনের সময়সূচী ঠিক করা হয়েছে। তিনদিনই দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত ক্লাস প্রচার করা হবে। পরবর্তী সময়সূচী পরে জানিয়ে দেয়া হবে। জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন সিনিয়র শিক্ষকের মাধ্যমে ভিডিও ধারণ করে তা সংসদ টেলিভিশনে প্রতিদিন সম্প্রচার করা হবে। এটুআই প্রকল্পের মাধ্যমে ২৫ মার্চ থেকে ভিডিও ধারণ করা হয়েছে। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য ভিডিও আকারে বর্ণ শেখা ও রিডিং পড়া শেখানো হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী শিক্ষকদের মাধ্যমে ভিডিও ধারণ করে ক্লাস নেয়া ও বিভিন্ন প্রশ্নোত্তর শিখতে হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন শিক্ষার্থীদের হোম ওয়ার্ক সঠিক করে দেবে শিক্ষকরা।
×