ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্থায়ী হজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১০:১৪, ৫ এপ্রিল ২০২০

 অস্থায়ী হজকর্মী  নিয়োগ পরীক্ষা  স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ২০২০ সালের হজ মৌসুমে বিভিন্ন পদে মক্কা, মদিনা এবং জেদ্দার জন্য স্থানীয়ভাবে অস্থায়ী হজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ হজ অফিস জেদ্দা। এতে এ বছর হজ নিয়ে আরও জটিলতা দেখা দিয়েছে। গত বছর এ সময়ের মধ্যে হজের জন্য আবশ্যককর্মী নিয়োগ সম্পন্ন করা হয়েছিল। এবার তা পিছিয়ে যাওয়ায় হজ নিয়ে শঙ্কা বেড়েছে। স্থগিত হওয়া কর্মী নিয়োগের ঘোষণা কবে নাগাদ আসতে পারে তাও বলতে পারছে না সৌদি আরব। শনিবার হজ কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, বাংলাদেশ থেকে হজ পালন করতে আসা ব্যক্তিদের সেবার জন্য যেসব বাংলাদেশী আবেদন করছিলেন করোনাভাইরাসের সংক্রমণ তথা সৌদি আরবে চলমান কার্ফু পরিস্থিতির কারণে তাদের ইন্টারভিউ নির্ধারিত তারিখে গণনা করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারভিউয়ের তারিখ পুনঃনির্ধারণ করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা বিজ্ঞপ্তি ও মোবাইলে এসএমএস করে জানানো হবে। উল্লেখ্য, চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে হজের দিনতারিখ প্রাথমিকভাবে ৩০ জুলাই ধার্য করা হয়েছে। এ হিসেবে চলতি এপ্রিল ও মে মাসের মধ্যে হজে মূল কাজ রেজিস্ট্রেশন, হোটেল ও বাড়ি ভাড়া, মোয়াল্লেম ফি জমা দানসহ জরুরী কাজ স¤পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও এখনও সে লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে দেশী-বিদেশী ইসলামিক সংস্থা ও স্কলারগণ এবারের হজ নিয়ে অনিশ্চিয়তার কথা প্রকাশ করছেন।
×