ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তহবিলের জন্য দৌড়

প্রকাশিত: ১০:০৪, ৫ এপ্রিল ২০২০

 তহবিলের জন্য দৌড়

ব্রিটেনের সাবেক জ্যাভলিন থ্রোয়ার জেমস ক্যাম্পবেলের বুধবার ছিল জন্মদিন। করোনা তহবিলে অর্থ দান করতে ওই দিন তিনি একটানা পাঁচ ঘণ্টা নিজের বাগানে দৌড়েছেন। সে নিয়েই আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনাভাইরাসের জেরে বাড়িতে বন্দী হয়ে থাকতে হচ্ছে জেমসকে। তাই বলে তার দৌড় থেমে নেই। করোনা মোকাবেলার তহবিলে দান করবেন অর্থ। সেজন্য জন্মদিনে বাড়ির বাগানেই দৌড়েলেন তিনি। সেই ভিডিও লাইভ স্ট্রিমিং করে যে অর্থ পেয়েছেন তা দান করেছেন ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসে। জেমস জানিয়েছেন, তার বাগানের দৈর্ঘ্য ছয় মিটার। সেই বাগানে তিনি সাত হাজারের বেশিবার ঘুরে দৌড়েছেন। এভাবে মোট ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়েছেন তিনি। দৌড়ানোর সময় নেটাগরিকদের পাশাপাশি তার প্রতিবেশীদেরও তাকে উৎসাহিত করতে দেখা গেছে। সেজন্য প্রায় ১৮ হাজার পাউন্ড উঠেছে। সবই তিনি দান করেছেন তহবিলে। -হাফিংটন পোস্ট
×