ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রস্তুতি নিচ্ছেন ইউরোপ অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মানুষরা

মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট আজ ঢাকা ছাড়ছে

প্রকাশিত: ০৯:৩৭, ৫ এপ্রিল ২০২০

  মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট আজ ঢাকা ছাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের ফলে সৃষ্ট মহামারীর দরুন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফেরাতে দ্বিতীয় ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আজ। রবিবার বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়ছেন বেশ কিছু আমেরিকান। এদিকে ঢাকায় অবস্থানরত ইউরোপের নাগরিকরাও স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে তারা সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছে। জানতে চাইলে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শনিবার দৈনিক জনকণ্ঠকে বলেন, ঢাকায় বসবাসরত ইউরোপের কয়েকটি দেশ ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করে সহযোগিতা চেয়েছে। জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকা ছেড়ে যাবে মার্কিন নাগরিকদের দ্বিতীয় ফ্লাইট। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এখন পর্যন্ত মার্কিন দূতাবাস থেকে সোয়া ৩ শত নাগরিক ফিরে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছে। শেষ মুহূর্তে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, মার্কিন নাগরিকদের বিশেষ ওই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহায় যাবে। সেখানে কিছু সময় অবস্থানের পর ওই ফ্লাইট ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করবে। মার্কিনীদের প্রথম ফ্লাইটও একই রুট দিয়ে ঢাকা ত্যাগ করে। গত রবিবার প্রথম ফ্লাইটে ২৬৯ জন আমেরিকান বাংলাদেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেছেন, যারা স্বেচ্ছায় ফিরতে চাচ্ছেন তাদের তারা সহযোগিতা দিচ্ছেন। এদিকে ঢাকায় বসবাসরত অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান দেশগুলোর বেশ কিছু কূটনীতিক ও নাগরিক স্বদেশের ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে তারা একটা ফ্লাইট চার্টার্ড করার বিষয়টি চূড়ান্ত করেছেন। তারা সবাই একটি ফ্লাইটেই ঢাকা ত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাতার এয়ারওয়েজের সঙ্গেই তারা কথা বলছেন। সিভিল এভিয়েশনের কাছে এ বিষয়ে ফ্লাইটের অনুমোদন চেয়েছেন বলে জানা গেছে। একইভাবে দক্ষিণ কোরিয়ার নাগরিকরাও ঢাকা ছাড়ার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবেদনও জানিয়ে সিভিল এভিয়েশনের সহযোগিতা চেয়েছেন। কবে নাগাদ এসব ফ্লাইট হতে পারে জানতে চাইলে এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশের নাগরিকরা সম্ভবত একটা ফ্লাইটেই একত্রে ঢাকা ছাড়ার জন্য প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী মঙ্গল বা বুধবার এই ফ্লাইট ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দেশটির ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দুটি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন। গত বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে ৩২৭ জন জাপানী বাংলাদেশ ছেড়ে জাপানে ফিরে গেছেন। একের পর এক কেন বিদেশীরা ঢাকা ছাড়ছেন জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারোর কাছ থেকে কোন সুস্পষ্ট জবাব মিলছেনা। তবে করোনা তা-বে সবাই বিদেশীরা নিজ নিজ দেশকেই নিরাপদ ও আপন করেন-এমন চিন্তা থেকেই ঢাকা ছাড়ছেন বলে একাধিক সূত্রের আভাস।
×