ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত থেকে ফিরল আরও ৩৯ বাংলাদেশী

প্রকাশিত: ০৯:৩৭, ৫ এপ্রিল ২০২০

 ভারত থেকে ফিরল  আরও ৩৯  বাংলাদেশী

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের ঘোষিত ‘লকডাউনে’ সেদেশে আটকে থাকা আরও ৩৯ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী শনিবার বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। তবে এদের মধ্যে পাঁচজনের শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদেরকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন জানিয়েছেন, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটাতে হবে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় আনা ভারত ফেরত এই পাঁচ বাংলাদেশীর মধ্যে তিনজন ক্যান্সারের রোগী। বাকি দু’জন বেড়াতে গিয়ে ভারতে আটকা পড়েন। এদের মধ্যে দু’জন গোপালগঞ্জের বাসিন্দা। বাকিদের বাড়ি যশোর, মাগুরা ও খুলনা জেলায়। বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম জানান, এদিন দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের মধ্যে পাঁচজনের দেহে অতিরিক্ত তাপমাত্রা থাকায় উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে এদিন ভারত থেকে আসা ৩৯ জনের মধ্যে বাকিদের দেহে উচ্চ তাপমাত্রা বা করোনাভাইরাসের অন্য কোন লক্ষণ না পাওয়া গেলেও তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারত থেকে আসা এসব পাসপোর্ট যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর স্ব স্ব জেলায় পাঠিয়ে দেয়া হবে। ভারতে ‘জনতার কার্ফু’ ডাক দিলে গত ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ হয় বাংলাদেশীদের। এরপর ২৪ মার্চ থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে উভয় দেশ থেকে বন্ধ হয়ে যায় পাসপোর্ট যাত্রী পারাপার। এতে ওপারে আটকে থাকা বাংলাদেশীরা চরম দুর্ভোগে পড়েন। পরে দু’দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনার পর তাদেরকে ‘ঘরবন্দী’ দশা থেকে বের হয়ে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে গত শুক্রবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে থাকা ৮১ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন।
×