ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

ছুটির পর আজহারের রিভিউ, কায়সারের পূর্ণাঙ্গ রায়

প্রকাশিত: ০৯:৩৫, ৫ এপ্রিল ২০২০

  ছুটির পর আজহারের রিভিউ, কায়সারের পূর্ণাঙ্গ রায়

বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের খলিলুর রহমানসহ ১১ রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় যে কোন দিন ঘোষণা করা হবে। অন্যদিকে হবিগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষায় আসামি পক্ষ। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলেই আসামি পক্ষ রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারবে। এদিকে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদ-ের বিরুদ্ধে সর্বশেষ আইনী সুযোগ রিভিউ আবেদন করা হবে। করোনাভাইরাসের কারণে বর্তমানে উচ্চ আদালতসহ বিচারিক আদালতগুলোতে ছুটি চলছে। ছুটির পর ১২ এপ্রিল আদালত খোলার পরেই এ সমস্ত মামলার রায় ও রিভিউ করা হতে পারে বলে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবী সূত্রে এ খবর জানা গেছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের খলিলুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায় যে কোন দিন ঘোষণা করা হবে। আসামি ও প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক শেষে ২৬ জানুয়ারি রায় ঘোষণার জন্য সিএভি (যে কোন দিন) ঘোষণা করে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য ওই দিন সিএভি ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন, আবুল কালাম ওরফে মোঃ সামসুজ্জামসান কামাল, মোঃ আব্দুল্লাহ, আকিল আলী ওরফে মোঃ রিয়াজ উদ্দন আজাদী, মোঃ আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক ম-ল, সিরাজুল ইসলাম। পলাতক রয়েছেন এ এফ এম ফয়জুল্লাহ, মোঃ আমিন উদ্দিন খান। মৃত্যুবরণ করেছেন নুরুল আমিন সাজাহান, মোঃ আব্দুল মালেক আকন্দী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, এখন ট্রাইব্যুনালে ছুটি চলছে। ট্রাইব্যুনাল খোলার পর এ মামলার রায় ঘোষণা করা হতে পারে। আমি আশা করছি আদালত খোলার পর শীঘ্রই খলিলুর রহমানসহ ১১ রাজাকারের মামলার রায়টি ঘোষণা করা হতে পারে। অন্যদিকে সুপ্রীমকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেছেন, উচ্চ আদালত বর্তমানে ছুটি চলছে। আদালত খোলার পর সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হতে হতে পারে। একই সঙ্গে আদালত খোলার পরই এটিএম কায়সারের আপীলের রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ রিভিউ আবেদনের সুযোগ পাবে। ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ কায়সার ॥ হবিগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাপধে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষায় আসামি পক্ষ। পূর্ণাঙ্গ রায় প্রকশিত হলেই আসামি পক্ষ রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারবে। চলতি বছরের ১৪ জানুয়ারি নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক কৃষিপ্রতিমন্ত্রী ও কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদ-ের আদেশ বহাল রাখে আপীল বিভাগ। ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে দেয়া মৃত্যুদন্ড আপীল বিভাগে সর্বসম্মতভাবে বহাল রাখা হয়েছে। দেশের বিচার বিভাগের ইতিহাসে ধর্ষণে সহযোগিতায় মৃত্যুদ- সাজার এটাই প্রথম নজির। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ ওই দিন এ রায় ঘোষণা করেন। এই আপীল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মোঃ নুরুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে আসা এটি নবম মামলার রায়। সাধারণ ছুটি শেষ হলেই আজহারের রিভিউ ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদ-ের বিরুদ্ধে সর্বশেষ আইনী সুযোগ রিভিউ আবেদনের সময়সীমা শেষ হয়েছে। কিন্তু এখনও রিভিউ আবেদন দাখিল করেননি। তবে তার আইনজীবী বলছেন, রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। আদালত খুললেই তামাদি আইনের সুযোগ নিয়ে এ আবেদন দাখিল করা হবে। গত ৩০ মার্চ এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের সময়সীমা শেষ হয়েছে। জামায়াত নেতা আজহারের অন্যতম আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জনকণ্ঠকে বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সুপ্রীমকোর্ট বন্ধ থাকায় রিভিউ আবেদন করা যায়নি। তবে রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। আদালত যেদিন খুলবে, সেদিনই রিভিউ আবেদন দাখিল করা হবে। গত ২৯ মার্চ থেকে সুপ্রীম কোর্টসহ সারাদেশের আদালতে সাধারণ ছুটি থাকায় রিভিউ আবেদন দাখিল করা যায়নি। সাধারণ ছুটি শেষে সুপ্রীমকোর্ট যেদিন খুলবে, সেদিনই এই রিভিউ আবেদন দাখিল করা হবে। তিনি বলেন, এক্ষেত্রে তামাদি আইন অনুসরণ করা হবে। তামাদি আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের শেষ দিন যদি ছুটি বা বন্ধ থাকে, তবে আদালত খোলার প্রথম দিনটিকে শেষ দিন হিসেবে ধরে নিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রিভিউ আবেদনের সময়সীমা ১৫ দিন। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্তদের ক্ষেত্রে রিভিউ আবেদন করার জন্য আপীল বিভাগের রায় প্রকাশের পর থেকে পরবর্তী ১৫ দিন সময় বেঁধে দেন। এটিএম আজহারের ক্ষেত্রে এই ১৫ দিনের সময় শেষ হয়েছে ৩০ মার্চ। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে তিনি রিভিউ আবেদন দাখিল করতে পারেননি। তবে এই ১৫ দিনের মধ্যে আবেদন দাখিল করতে গিয়ে যদি দেখা যায় তা গ্রহণ করার মতো কেউ নেই, অর্থাৎ আদালত বন্ধ। তাহলে আদালত খোলার পর আবেদন দাখিল করার সুযোগ পাবেন।
×