ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মণিরামপুরে রাইস মিল থেকে সাড়ে ৫শ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

প্রকাশিত: ০৯:২৬, ৪ এপ্রিল ২০২০

মণিরামপুরে রাইস মিল  থেকে সাড়ে ৫শ বস্তা  সরকারি চাল জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার, যশোর ॥ যশোরের মণিরামপুরের বিজয়রামপুর ভাই ভাই রাইস মিল থেকে ৫০ কেজি ওজনের ৫শ’ ৫৫ বস্তা সরকারি চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ওই মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাক ড্রাইভার ফরিদ উদ্দীনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী আহসান উল্লাহ শরিফী, ওসি মণিরামপুর রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ বায়েজিতসহ সরকারি কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। একাধিক সূত্র জানিয়েছে, কাবিখা প্রকল্পের চাল খুলনা থেকে মণিরামপুর উপজেলা খাদ্য কর্মকর্তার গোডাউনে আনা হচ্ছিল। রহস্যজনক কারণে ৫শ ৫৫ বস্তা চাল একটি ট্রাকে থাকা ওই মিলে নেওয়া হয়। অভিযোগ উঠেছে এ চাল বিক্রি করা হয়েছিল ওই মিলারের কাছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে বলেন, চালটা সরকারি, তবে এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন ও ট্রাক চালক ফরিদ উদ্দীনকে আসামি করে এ ব্যাপারে মামলা হয়েছে। ওসি রফিকুল ইসলাম বলেন, চাল রিকভারির কাজ চলছে।
×