ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলির নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ০৯:১৭, ৫ এপ্রিল ২০২০

  কোহলির নতুন সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৮ সালে ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন বিরাট কোহলি। এরপর ২০১০ সালে টি২০ ও ২০১১ সালে টেস্ট ক্যারিয়ার শুরু হয় তার। বর্তমানে তিন ফরমেটেই সমান তালে অপরিহার্য ব্যাটসম্যান হিসেবে খেলে যাচ্ছেন ভারতীয় এ অধিনায়ক। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই ১২ বছর হয়ে গেছে ৩১ বছর বয়সী কোহলির। এই দীর্ঘ সময় ধরে খেলতে খেলতে এখন বেশ পরিশ্রান্ত ও চাপ অনুভব করছেন কোহলি। তাই টি২০ বা ওয়ানডের মধ্যে থেকে যে কোন এক ফরমেট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন তিনি। টেস্ট ক্রিকেটটা কোনভাবেই মিস করতে চান না কোহলি, আবার টি২০ সেভাবে উপভোগও করছেন না। তাই আরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেই এমন কথা ভাবছেন তিনি। সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনের সঙ্গে ভিডিও চ্যাটিংয়ে আলোচনার সময় এমন ইঙ্গিত দেন কোহলি। তিন ফরমেটের ক্রিকেটেই ভারতের হয়ে টানা পারফর্মেন্স দেখিয়ে চলেছেন কোহলি। এখন তিন ফরমেটেই দলকে নেতৃত্বও দিচ্ছেন। তার ব্যাটিংয়ের ওপর ভারতীয় দল দারুণভাবে নির্ভরশীল। কিন্তু সম্প্রতিই নিউজিল্যান্ড সফরে একেবারেই সুবিধা করতে পারেননি কোন ফরমেটেই। তিন ফরমেটে মোট ১১ ইনিংস খেলে মাত্র ১টি অর্ধশতক হাঁকাতে পেরেছেন তিনি। দলেরও ভরাডুবি হয়েছে। তাই দারুণ সমালোচিত হন কোহলি। সাবেক অধিনায়ক কপিল দেব ছাড়াও অনেকেই কোহলির পারফর্মেন্স ও নেতৃত্ব নিয়ে কথা তোলেন। কিন্তু টানা তিন ফরমেটে খেলে যাওয়া এবং এর পাশাপাশি অধিনায়কত্ব করার যে চাপ তা এতদিনে ভালই অনুভব করতে পারছেন কোহলি। ভারতীয় দলের ব্যস্ততা অন্য যে কোন দলের চেয়ে বেশিই থাকে। তাই দম ফেরার সুযোগ থাকে না কোহলিদের। যখন বিশ্রাম পাওয়ার কথা, সে সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), রঞ্জি ট্রফি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। এই মুহূর্তে অবশ্য বিশে^র অন্য সব ক্রিকেটারের মতোই কোহলিরাও অখ- বিশ্রাম পেয়েছেন। করোনাভাইরাসের প্রকোপে সব ধরনের ক্রিকেটীয় কর্মকা- বন্ধ রয়েছে। সেই সুযোগে সম্প্রতিই সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও চ্যাটিংয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটারসেনের সঙ্গে আলোচনায় এই উপলব্ধি প্রকাশ করতে গিয়ে তিনি জানান ওয়ানডে বা টি২০ যে কোন এক ফরমেটে খেলা ছাড়বেন। কোহলি বলেন, ‘গত ২/৩ বছরে আমাকে অনেক খেলতে হয়েছে। যখনই পেরেছি বিশ্রাম নিয়েছি। হয়তো একটি ওয়ানডে সিরিজ, তারপর কোন টি২০ সিরিজ। সত্যিকার অর্থে আমার এখন লম্বা বিশ্রামের প্রয়োজন। ৯ বছর ধরে একটানা ৩ ফরমেটে খেলে যাচ্ছি, আইপিএল তো আছেই। ৬ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করছি। বিষয়টি এত সহজ নয়।’ সেজন্যই এখন যে কোন একটি ফরমেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা কোহলির।
×