ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসিবিকে ৫ লাখ পাউন্ড অনুদান দেবেন মরগানরা

প্রকাশিত: ০৯:১৭, ৫ এপ্রিল ২০২০

 ইসিবিকে ৫ লাখ পাউন্ড অনুদান দেবেন মরগানরা

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে পৃথিবীজুড়েই স্থবিরতা বিরাজ করছে সকল পর্যায়ে। এই মুহূর্তে সারা বিশ্বে ক্রীড়াঙ্গনও নীরব হয়ে পড়ে আছে। ক্রিকেটারদেরও কোন কর্মকান্ড নেই। তাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (্ইসিবি) ব্যয় কমাতে এবং আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ২০ থেকে ৩০ ভাগ কর্তনের প্রস্তাব রেখেছিল। যদিও সেটা হয়নি, উল্টো বিভিন্ন ক্লাবকে ক্রিকেটারদের জন্য সহায়তা করতে ৬১ মিলিয়ন পাউন্ড দিয়েছে ইসিবি। এবার ইংল্যান্ড দলের হয়ে বর্তমানে খেলা ক্রিকেটাররা ঘোষণা দিলেন তারা ইসিবিকে প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড অনুদান দেবেন। কয়েকদিন ধরেই বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে আলোচনা চলছিল। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন পেশাদার ক্রিকেটারদের সংস্থার (পিসিএ) মাধ্যমে করোনাভাইরাসের এই সঙ্কটকালে বোর্ডের আর্থিক সমস্যা লাঘবে ক্রিকেটারদের বেতন কর্তনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অনুরোধে সাড়া দিতে বেশ গড়িমসি করছিলেন ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত সাড়া দিয়েছেন। শুক্রবার তারা বলেছেন, ইসিবিকে প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড ‘অনুদান’ দেবেন। এই অনুদানের কিছু অবশ্য ‘ভাল কাজেও’ ব্যয় করতে হবে। পিসিএ এক বিবৃতিতে জানিয়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এই অনুদান সব মিলিয়ে আগামী ৩ মাসের প্রায় ২০ ভাগের সমান। অর্থাৎ ইসিবিকে বেতন কাটতে হচ্ছে না, ক্রিকেটাররাই তাদের ইচ্ছা পূরণ করে দিল। ইয়ন মরগান, জো রুটদের মতোই ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রাও স্বেচ্ছায় চলতি এপ্রিল, মে ও জুন মাসের বেতন কম নেবে বলে ঘোষণা দিয়েছে। ইংল্যান্ডের মেয়েদের দলের অধিনায়ক হিদার নাইট বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সঠিকভাবেই আমরা সাড়া দিয়েছি। আমরা জানি বর্তমান পরিস্থিতি কিভাবে খেলাটির ওপর প্রভাব ফেলছে, তাই আমরা যতটা পারি সাহায্য করতে চাই।’
×