ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেলেকে ছোঁয়ার পথে মেসির সামনে বাধা করোনা

প্রকাশিত: ০৯:১৬, ৫ এপ্রিল ২০২০

  পেলেকে ছোঁয়ার পথে মেসির সামনে বাধা করোনা

জিএম মোস্তফা ॥ প্রাণঘাতী ভয়ঙ্কর এক ভাইরাসের নাম করোনা। কোভিড-১৯ নামক মহামারীর বদৌলতে আজ বিশ্বজুড়ে সবাই একনামে চেনে এই ভাইরাসকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ সারা বিশ্বে হাজার হাজার মানুষ মৃত্যুর প্রহর গুনছে। মহামারী করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ইউরোপের সব লীগের ফুটবল। শুধু তাই নয়, ক্রমেই তা আরও ভয়ঙ্কর হয়ে উঠার কারণে ইউরোপিয়ান ফুটবল লীগগুলো এখন বাতিল হওয়ার পথে। ফুটবলপ্রেমীদের জন্য যা চরম হতাশার। তবে একটু বেশিই হতাশায় ডুবতে পারেন বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসি ও তার ভক্ত-অনুরাগীরা। কেননা করোনা তা-বে ২০১৯-২০ এর লীগ বাতিল হলে ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের একটি অনন্য রেকর্ড স্পর্শ করার সুযোগ হাতছাড়া হবে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির। ফুটবলের কালোমানিক খ্যাত পেলের একটি রেকর্ড রয়েছে- নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৩টি গোল করেছেন তিনি। চলতি মৌসুমে পেলের সেই রেকর্ডের দিকে দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছিলেন এলএম টেন। ৬০৩ গোল ঝুলিতে নিয়ে আরও ২৪টি গোল যোগ করেন কাতালান অধিনায়ক। যার ফলে পেলেকে ছুঁতে আর মাত্র ২৫ গোল প্রয়োজন ছিল মেসির। কিন্তু এমন সময়ই বিশ্বজুড়ে প্রাণঘাতী হয়ে দেখা দেয় করোনাভাইরাস। যার কারণে লীগ স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা খবরের ভিত্তিতে জানা যায়, লীগ বাতিল হলে এ মৌসুমে মেসির ওই ২৪ গোল আর রেকর্ডের পাতায় লেখা হবে না। যার ফলে ৬২৭ নয়, পরের মৌসুমে ৬০৩ নিয়েই নতুন করে শুরু করতে হবে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারকে। তবে ফুটবলবোদ্ধাদের অনেকেই মনে করছেন, পরের মৌসুমে পেলের রেকর্ড ঠিকই ছুঁয়ে ফেলবেন মেসি। তবে বেশিরভাগ বিশ্লেষকই বলছেন, মেসির পক্ষে এবারই বড় সুযোগ ছিল পেলের রেকর্ড স্পর্শ করার। কেননা মেসির বর্তমান বয়স ৩২। আসছে জুনে তেত্রিশে পা রাখবেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। এরপর তার ফর্ম কতটা থাকে সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। তবে এসবেরই সঠিক উত্তর মিলিয়ে দিবে সময়। তবে করোনায় বাতিল হলে শুধু লিওনেল মেসির একার রেকর্ড বাতিল হবে না। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো, স্বদেশী সতীর্থ সার্জিও এ্যাগুয়েরোসহ অনেকেরই রেকর্ড বাতিল হতে পারে করোনাভাইরাসের কারণে লীগ বাতিল হলে। স্প্যানিশ লা লিগা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে গৃহবন্দী অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু ফিটনেস ঠিক রাখতে ব্যক্তিগত জিমে ঘাম ঝরাচ্ছেন কাতালান ক্লাবটির প্রাণভোমরা। জিমে ব্যস্ত বাবাকে অনুসরণ করছেন মেসি পুত্র সিরো। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড তার ইন্সটাগ্রামে ছেলে সিরো মেসির ফিটনেস চর্চার মজার ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যায়, দুই বছরের সিরোকে কিভাবে ক্রাঞ্চ এক্সারসাইজটি করতে হবে মেসি তা দেখিয়ে দেন। এরপর বাবার মতো করে একই স্টাইলে সিরো এক্সারসাইজটি করে দেখায়। পরে মেসি ক্রাঞ্চ এক্সারসাইজটি করতে যান। ব্যয়াম সম্পূর্ণ করলে বাবার হাতে হাত মিলিয়ে আসে সিরো। পুরো ভিডিওটি করেছেন মেসিপতœী এ্যান্তোনেল্লা রুকুজ্জো। মেসি-রুকুজ্জো দম্পতির তৃতীয় সন্তান সিরো। আগের দুই ছেলে থিয়াগো এবং মাতেও। এদিকে শুক্রবার সকালে ব্রাসেলসের জাভান্টেম বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে বার্সিলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ব্যক্তিগত বিমান। ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ায় এই অবতরণ বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানে মেসি ছিলেন কিনা সেটা জানানো হয়নি। টেনেরিফ থেকে সকাল ৯.১০ মিনিটে বিমানটি অবতরণ করে। ৯০ মিনিট পর আবারও উড়াল দেয় বিমানটি। ১ কোটি ৩০ লাখ ইউরো খরচ করে দুই বছর আগে গালফস্ট্রিম ভি মডেলের ব্যক্তিগত বিমানটি কেনেন লিওনেল মেসি। নিজের জার্সি নাম্বার ১০-এর সঙ্গে মিল রেখে বিমানের লেজে রং করিয়েছেন বার্সা ফরোয়ার্ড। বিমানের সিঁড়ির গোরায় আছে তার তিন ছেলে ও স্ত্রীর নামও।
×