ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিক্সিং-দোষী ক্রিকেটারদের ফাঁসি চান মিয়াঁদাদ

প্রকাশিত: ০৯:১৫, ৫ এপ্রিল ২০২০

 ফিক্সিং-দোষী ক্রিকেটারদের ফাঁসি চান মিয়াঁদাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পাকিস্তানী ক্রিকেটারদের জড়িয়ে পড়ার ঘটনা প্রায় নিয়মিতই। দীর্ঘ সময় ধরে দেশটির তারকা ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং কান্ডে জড়িয়েছেন। এমনকি কারাভোগ করার ঘটনাও আছে। কিন্তু ঠিকই তারা নিষেধাজ্ঞা কাটিয়ে পরবর্তীতে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন অনেক শাস্তিভোগ করা ক্রিকেটার। এবার শারজিল খানও ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সেটাই খেপিয়ে দিয়েছে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদকে। তিনি দাবি করেছেন ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ফাঁসি হওয়া উচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতিই জানিয়েছে, ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া বা শাস্তি পাওয়া ক্রিকেটারদের জন্য জাতীয় দলে ফেরার দরজাটা উন্মুক্তই থাকবে। নিষেধাজ্ঞা ও শাস্তির মেয়াদ শেষে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে খেলতে পারবেন জাতীয় দলেও। কিন্তু মিঁয়াদাদ এটি মানতে পারছেন না। তিনি বলেন, ‘যারা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হয়, তাদের কঠিন শাস্তি দেয়া উচিত। স্পট ফিক্সারদের ফাঁসিতে ঝোলানো উচিত কারণ, এ অপরাধ খুন করার মতো। তাই শাস্তিও একই হওয়া উচিত। আমাদের একটি উদাহরণ সৃষ্টি করতে হবে যেন কেউ এ ধরনের কিছু আর কখনও চিন্তা করতে না পারে। এসব আমাদের ধর্মের সঙ্গে যায় না এবং সেভাবেই শাস্তি দেয়া উচিত।’ মূলত শারজিলের এবার পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরে ফেরার বিষয়টি মানতে পারছেন না মিঁয়াদাদ। এমনকি তার প্রত্যাবর্তন নিয়ে মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদিও এর বিরোধিতা করেছেন। মিঁয়াদাদ আরও বলেন, ‘পিসিবি এটা ঠিক করছে না। ওদের ক্ষমা করে দিচ্ছে। যারা এসব ক্রিকেটারকে আবার ফেরায় তাদের লজ্জা হওয়া উচিত। যারা এসব অপরাধ করেছে তারা নিজ পরিবার ও বাবা-মাকেও ভালবাসে না।’ এসব মানুষের বেঁচে থাকার অধিকার নেই।’
×