ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতন কমাতে চান ম্যারাডোনা

প্রকাশিত: ০৯:১৫, ৫ এপ্রিল ২০২০

 বেতন কমাতে চান ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনায় তিনি এখন খিমনাসিয়া লা প্লাতা ক্লাবের কোচ। এই সময়ে তিনি জানিয়েছেন, তার বেতন কমাতে রাজি। চুক্তি অনুযায়ী এই ক্লাবে ম্যারাডোনার আর চার মাস বাকি আছে। সারা বিশ্বে দিনের পর দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রায় সব দেশেই একসঙ্গে দরকার হয়ে পড়েছে স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম। তাই অনেক ক্রীড়াবিদই এগিয়ে আসছেন। সেই তালিকায় নতুন সংযোজন ম্যারাডোনার নাম। আর্জেন্টিনাতেও করোনার প্রভাব যথেষ্ট। দেশের ফুটবল লীগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ক্লাবগুলো আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে। এই অবস্থায় ম্যারাডোনার প্রস্তাবে কিছুটা ভরসা পাচ্ছে তার ক্লাব। খিমনাসিয়া ক্লাবের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেয়েগ্রিনো বলেন, ‘ডিয়েগো তার সহকারীর মাধ্যমে ফোনে আমাদের জানিয়েছে, দরকার পড়লে সে তা নিজের বেতন কমাতে রাজি। এর থেকেই বোঝা যায় সে কত বড় মানুষ। শুধু অর্থের কথা ভাবছেন না। বরং ক্লাবের খারাপ সময়ে আমাদের পাশে থাকতে চাইছেন।’
×