ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারকে কিনতে বার্সাকে পরামর্শ

প্রকাশিত: ০৯:১৪, ৫ এপ্রিল ২০২০

 নেইমারকে কিনতে বার্সাকে পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ অর্ধ-যুগেরও বেশি সময় আগে স্বদেশী ক্লাব সান্তোস থেকে বার্সিলোনায় নতুন করে ঠিকানা গড়েছিলেন নেইমার। কিন্তু ন্যু ক্যাম্পে স্থায়ী হতে পারেননি খুব বেশিদিন। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন তিনি। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার সুখী হতে পারেননি পিএসজিতে। যে কারণে ন্যু ক্যাম্পে ফেরার ইচ্ছে করেন। কাতালান ক্লাবটিও অবশ্য নেইমারকে ফেরাতে চায়। তবে কদিন ধরে শোনা যাচ্ছেন নতুন গুঞ্জন। শুধু নেইমার নয়, ইন্টার মিলান থেকে লাওতারো মার্টিনেজকেও উড়িয়ে আনার চেষ্টা করছে বার্সিলোনা। তবে কাতালানদের এমন পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দলের সাবেক ফুটবলার রিভালদো। মার্টনেজের বদলে নেইমারকে ফিরিয়ে আনার বিষয়ে বার্সাকে পরামর্শ দিচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি বলেন, ‘দল বদলের আগামী মৌসুমে নেইমার এবং লাওতারো মার্টিনেজের সঙ্গে চুক্তি করবে বার্সিলোনা- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর্জেন্টাইন তরুণ দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় একাদশে শুধু নেইমারকে মেসির পাশে খেলানোর পরিকল্পনা করতে পারে তারা।’ কিন্তু কেন নেইমারকে মেসির পাশে খেলানো উচিত? সেটার যৌক্তিক একটা ব্যাখ্যাও দিয়েছেন রিভালদো, ‘দেখুন গত কয়েক বছরে মেসির পাশে অনেকেই খেলেছেন। কিন্তু প্রত্যেকেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। কিন্তু দেখুন নেইমার, সুয়ারেজের মতো ফুটবলাররা দারুণ খেলেছেন। ওদের কখনও চাপে থাকতে দেখা যায়নি। তারা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছে। তাই আমার মনে হয় নেইমারকে আনার বিষয়ে তাদের (বার্সিলোনার) অগ্রাধিকার দেয়া উচিত। আমি প্রতিভা এবং ব্যক্তিত্বের বড় একজন সমর্থক। আমি জানি বার্সার কয়েকজন সমর্থক নেইমারের সমালোচনা করেছেন। কিন্তু তারাও ওর ক্লাব পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেনি।’
×